Breaking

Thursday, May 22, 2025

May 22, 2025

সংবিধানে ধর্মনিরপেক্ষতা বহাল রাখার দাবি ঐক্য পরিষদের

রাষ্ট্রীয় অন্যতম মৌলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা।
বুধবার (২১ মে) রাজধানীর পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ দাবি জানান তারা।
ঐক্য পরিষদের নেতারা বলেন, রাষ্ট্রধর্ম সংবিধানে সংযোজনের মধ্য দিয়ে পরিচালিত ধর্মীয় বৈষম্যের আজও অবসান হয়নি। বরং সংবিধানের রাষ্ট্রীয় মৌলনীতি থেকে ধর্মনিরপেক্ষতার মূলোৎপাটনের মধ্য দিয়ে রাষ্ট্রকে অধিকতর বৈষম্যের দিকে ঠেলে দেয়া হচ্ছে, যা দুঃখ ও দুর্ভাগ্যজনক। এর ফলে সংখ্যালঘু জনগোষ্ঠীকে আরো প্রান্তিকতার দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং এতে তাদের প্রতিনিধিত্ব, রাজনৈতিক অধিকার ও মর্যাদা অধিকতর চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে।
ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এবং ছাত্রবিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, রঞ্জন কর্মকার, জয়ন্তী রায়, সুনির্মল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি অতুল মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, পদ্মাবতী দেবী, আইনবিষয়ক সম্পাদক অপূর্ব ভট্টাচার্য, গণসংযোগ বিষয়ক সম্পাদক ব্রজ গোপাল দেবনাথ, সহযুববিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি সুধাংশু গাইন, ছাত্র ঐক্যের সভাপতি সজীব সরকার প্রমুখ।
রাষ্ট্রধর্ম সংবিধানে সংযোজন প্রক্রিয়ার প্রতিবাদে ১৯৮৮ সালের ২০ মে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয় এবং সেদিন থেকে অদ্যাবধি সকল প্রকার ধর্মীয় বৈষম্যের অবসানে এ সংগঠন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক পন্থায় নাগরিক আন্দোলন পরিচালনা করে আসছে।


 

Friday, May 16, 2025

May 16, 2025

ধর্মীয় সংখ্যালঘুদের অংশীদারিত্ব রাষ্ট্র পরিচালনায় দাবি যুব ঐক্য পরিষদের

 

দেশের যুব শক্তিকে ঐক্যবদ্ধ করে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকার রক্ষার অঙ্গীকার এবং রাষ্ট্র পরিচালনায় সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্বের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।
শুক্রবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও বর্ধিত সভায় এই দাবি জানানো হয়।
যুব ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যতম সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ নাথ ও সুদীপ্ত শর্মার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য দেন- ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য জে এল ভৌমিক ও রঞ্জন কর্মকার। আরও বক্তব্য দেন- যুব ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রমেন মণ্ডল, ছাত্রবিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য শিবু, সহ-যুববিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর, যুব ঐক্য পরিষদের অন্যতম সভাপতি সজীব বড়ুয়া, সহসভাপতি সুবল ঘোষ ও সিমাজু বড়ুয়া সীমান্ত, সাংগঠনিক সম্পাদক সুমন রায়, বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের সাধারণ সম্পাদক রাজেশ নাহাসহ বিভিন্ন জেলা ও মহানগর কমিটির নেতারা।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র-যুবসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নারী-পুরুষ যেভাবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলেছিল, তার পেছনে সংগঠিত কাজ করেছিল সংখ্যালঘু ছাত্র ও যুবরা। সেই ধারাবাহিকতায় সংখ্যালঘু জনগোষ্ঠীর পাশে থেকে সংগঠিত করা এবং যুব সমাজকে তার নেতৃত্ব দেওয়ার কৌশল নিয়ে বর্ধিত সভায় আলোচনা হয়। এ বিষয়ে যার যার অবস্থান থেকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুব ঐক্য পরিষদের নেতারা।
তারা আগামী দিনে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর যে রাজনৈতিক সংগ্রাম, সেই লক্ষ্যে যুব সমাজকে রাজনৈতিকভাবে একটি প্ল্যাটফর্মে সংঘটিত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তারা সংখ্যালঘু জনগোষ্ঠীর একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা তৈরি করার প্রক্রিয়া শুরু করার জন্য নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান।

Wednesday, April 30, 2025

April 30, 2025

গোদাগাড়ীতে পুকুরে মাছ ধরার সময় পাথরের মূর্তি উদ্ধার


 রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি সরকারি খাস পুকুরে মাছ ধরার সময় পুকুর থেকে পাথরের একটি পাথরের মূর্তি উদ্ধার হয়েছে। শনিবার বিকাল ৫টার সময় গোমা গ্রামে পুকুরে মাছ ধরার সময় স্থানীয় যুবক নূরুল ইসলাম কাদার নিচ থেকে মূর্তিটি উদ্ধার করেন। পুকরটিতে মাছ চাষ করেন ফাজিলপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মিলন (৩৫)।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা ১ ফুট ৯ ইঞ্চি এবং ওজন প্রায় ৯ কেজি ৯৯০ গ্রাম। মূর্তিটির বাম হাত এবং দুটি পা ভাঙা অবস্থায় রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কষ্টি পাথরের তৈরি; তবে স্থানীয় গোদাগাড়ী স্বর্ণকার সমিতির সভাপতি অমৃত সরকার পরীক্ষা-নিরীক্ষার পর জানান, এটি পাথরের মূর্তি। তবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এটি কষ্টি পাথরের কিনা।
খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় জনগণের উপস্থিতিতে মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী মূর্তিটির বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে ধারণা, মূর্তিটি কোনো প্রাচীন দেবতার, যা ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করতে পারে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর মূর্তির প্রকৃত ইতিহাস ও মূল্য যাচাইয়ের জন্য পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা এলাকায় ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মূর্তিটি সঠিকভাবে সংরক্ষণে গবেষণারে রাখার দাবি জানিয়েছেন।


 

Tuesday, April 22, 2025

April 22, 2025

পাকিস্তানি টিকটকার মি. পাটলো গ্রেপ্তার দুবাই বিমানবন্দর থেকে


অনলাইন প্ল্যাটফর্মের যুগে এসে বর্তমান প্রজন্মের প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত। বিভিন্ন মাধ্যম থাকলেও অধিকাংশই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলের সঙ্গে একটু বেশিই পরিচিত। এর মধ্যে পাকিস্তানে কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের টিকটকে সক্রিয় বেশি দেখা যায়।
প্ল্যাটফর্মটিতে ক্রিয়েটররা সক্রিয় হলেও গত কয়েক মাসে তাদের বেশ বিপাকে পড়তে দেখা গেছে। প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, পাকিস্তানের টিকটক তারকাদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়। এবার ঘটেছে ভিন্ন ঘটনা। দেশটির টিকটকার মি. পাটলোকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট টিকটকার মি. পাটলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্মে একটি বিতর্ককে কেন্দ্র করে মি. পাটলোকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তবে অভিযোগের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইনফ্লুয়েন্সার রজব বাট জানিয়েছেন, মি. পাটলোর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে একটি মামলা করা হয়েছে। আইনি বিষয় সংবেদনশীল হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে টিকটকারকে কারাগার থেকে মুক্তির জন্য ইতিবাচক ছিলেন রজব বাট।
এ ঘটনায় রজব বাট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, মি. পাটলোকে গ্রেপ্তারের ঘটনায় কোনো নারীকে যেন টেনে না তোলা হয় এবং তার যেন কোনো মানহানি করা না হয়। প্রসঙ্গত. মি. পাটলো এর আগে কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন। সাবেক স্ত্রী রাবিয়া তার বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। দাবি করেছিলেন, কয়েকজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত মি. পাটলো।
এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। তিনিও বেশ আইনি বিপাকে রয়েছেন। সুগন্ধি ব্র্যান্ড চালু করার পর বিতর্কের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়। এ কারণে নিজ দেশ পাকিস্তানে ফিরতে নারাজ ভূমিকা দেখা গেছে তার মধ্যে।


 

Sunday, March 9, 2025

March 09, 2025

মহাকুম্ভে নৌকা চালিয়ে ৪৫ দিনে আয় ৩০ কোটি!!

মহাকুম্ভে হয়েছে মহা মিলন। দেড় মাস ধরে চলা মহাকুম্ভে উত্তর প্রদেশ সরকারের আয় হয়েছে ৪ লক্ষ কোটি। কুম্ভে ছোট ছোট ব্যবসা করেও লাখ লাখ টাকা উপার্জন করেছেন বহু মানুষ। এর মধ্যে রেকর্ড আয় করেছে নৌকাচালকের কাহিনি। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ওই নৌকাচালকের সাফল্যের কাহিনি। মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই পিন্টু মহারা নামে এই ব্যাক্তি আয় করেছেন ৩০ কোটি টাকা! প্রয়াগরাজের সঙ্গমে তার ৬০টি নৌকা চলে। মহাকুম্ভ শুরু হওয়ার ঠিক আগেই তিনি সেই নৌকার সংখ্যা বাড়িয়ে ১৩০ করেন।

 

"
"