বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, December 1, 2022

এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত এর জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগরের শুভেচ্ছা বার্তার সহিত দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা।


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ডায়নামিক সফল সাধারন সম্পাদক, সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি আদায়ের রাজপথের বলিষ্ঠ কন্ঠস্বর, সংখ্যালঘু সম্প্রদায় এর কৃতি সন্তান, প্রতিবাদী বক্তা এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত এর শুভ জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ যুব ঐক্য ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে প্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তালতলা আর্য্য মন্দিরে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেছেন এবং শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন 


বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী তিলক গোস্বামী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেদ্রীয় কমিটির সুযোগ্য সুদক্ষ সভাপতি রর্বাট নিক্সন ঘোষ,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) শ্রী অলোক দে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত)  অনিন্দ্য সাহা, ডাঃ বিবেকানন্দ ঢালী, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, অভিজিৎ চক্রবর্তী দেবু, সুশীল দাস, সজল বাড়ৈ, লিনা পান্ডে, দিবাকর সাহা, রিংকু দে, সজল দাস, বাদল কুমার দে, জয়ন্তী ঘোষ, লিটন রায়, বিদ্যুৎ নন্দী, সুভাশীষ ভদ্র, ডোমেনিক মনি, অলোক দাস , সৈকত মন্ডল, সন্জ্ঞয় সরকার, পার্থ দে, বিপ্লব ধর তত্বী, অমিত সাহা, উলিয়াম ববি হালদার, বিশ্বজিৎ, বিধান রায়, মিঠু দে, রাজু সাহা, অতনুকর বাপ্পা প্রমুখ সহ খুলনা মহানগর যুব ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।


অনুরূপ শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আহবায়ক পাপ্পু সরকার, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সদস্য সচিব প্রণব চক্রবতী, অনামিকা সাহা তিন্নি, সাগর বালা, রবিন দাস, সন্তু অধিকারী, বাপ্পী রায়, প্রসেন সাহা, অমিত ঘোষ, অপু কর্মকার, নয়ন রায়, পার্থ সাহা, দেব বিশ্বাস, আশিক দাস, কৌশিক সাহা, গৌতম দাস, দিপন মন্ডল, নিকোলাস বাড়ৈ, উইলিয়াম কেরী, ডেলসন সিজান বৈরাগী, রাজিব দাস, উত্তম মন্ডল, প্রমুখ সহ খুলনা মহানগর ছাত্র ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ।

সমগ্র প্রার্থনা সভাটি পরিচালনা  করেন তালতলা আর্য্য মন্দিরের প্রধান পুরোহিত শ্রী তাপস ব্যানার্জী (তাপু)।

No comments:

Post a Comment

"
"