২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে রোডমার্চ ও সমাবেশ করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ঐক্য মোর্চা। সমাবেশ শেষে আজ বিকেলে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করবে।
রাজধানীর রমনা কালীমন্দির-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে সকাল থেকে সমাবেশ করছে ঐক্য মোর্চা।
এসব দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল শুক্রবার থেকে সারা দেশ থেকে ঢাকামুখী রোডমার্চ শুরু করে তারা। আজ শনিবার তারা ঢাকায় জড়ো হচ্ছেন সকাল থেকে। দেখা যায়, রমনা কালীমন্দির-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ ও টিএসসিতে শতাধিক নেতা-কর্মী অবস্থান নিয়েছেন।
সকাল ১০টার দিকে শুরু হয় সমাবেশ। সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা নেতারা বক্তব্য দিচ্ছেন। তাঁরা বলছেন, আজকে মর্যাদাপূর্ণভাবে বাঁচার জন্য সংখ্যালঘুদের যে অধিকারগুলো থাকা দরকার, তা নেই। সেসব অধিকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা-ও বাস্তবায়ন করা হচ্ছে না। এখন সংখ্যালঘুদের আন্দোলন করতে হচ্ছে।
পটুয়াখালী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘পূজায় আমরা আতঙ্কিত থাকি। সাম্প্রদায়িক গোষ্ঠী নানা কায়দায় আমাদের ওপর হামলা করে।’ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তিনি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপস না করার অনুরোধ জানান।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলছেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারের মধ্যে ছিল সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের দ্রুত বাস্তবায়ন, শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্রুত বাস্তবায়ন এবং সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী অধিবাসীদের জন্য স্বতন্ত্র ভূমি কমিশন গঠন। এসব বাস্তবায়নের জন্য তাঁরা দাবি জানান।
সমাবেশে রয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নির্মল রোজারিও, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ প্রমুখ।
No comments:
Post a Comment