বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের সাবেক কার্য্যনির্বাহী সদস্য স্বর্গীয় সমীর শর্মা (৬২) সকাল ৪:৩০মিনিট ও মহানগর পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক শ্রী মহাদেব সাহার বড় ভাই স্বর্গীয় সুধীর সাহা (৮৫) সকাল ৮:০৫ মিনিট মৃত্যুবরণ করেন। মৃত্যু সংবাদ পেয়ে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁর বাসাবাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া, প্রশান্ত কুমার রায়, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল , শ্যামল কুমার দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু , ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি ডাঃ এস কে বল্লভ, এ্যাড. অলোকানন্দা দাস, প্রকৌশলী পরিমল দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু,ডাঃ উৎপল কুমার চন্দ কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, সম্পাদকমন্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক অমিয় কান্তি পাল, এড. বীরেন্দ্র নাথ সাহা, এড. বিজন কৃষ্ণ মন্ডল, এড. আনন্দ ঘোষ, এড. উল্লাস কর বৈরাগী, সাংবাদিক প্রবীর বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, গৌরাঙ্গ সাহা, শ্যামা প্রসাদ কর্মকার, উজ্জ্বল কুমার গাঙ্গুলী, শিবনাথ ভক্ত শিবু, বীর মুক্তিযোদ্ধা নিখিল কুমার বিশ্বাস, স্বপন সাহা, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুব্রত হালদার তপা, তাপস সাহা, তরুণ রায় শিবু, অনিমেশ কান্তি নন্দী, সুরেশ চক্রবর্ত্তী, অঞ্জন দে, প্রদীপ সাহা মদন, মহাদেব সাহা, সুজিত কুমার মজুমদার, গৌতম কুন্ডু, পঙ্কজ দত্ত, বিদ্যুৎ দাস, স্বপন রায়, ভবেশ সাহা, দীপক দত্ত, ভোলানাথ দত্ত, শরৎ কুমার মুন্ধড়া, উপাধ্যক্ষ দেবদাস মন্ডল, কা ন বোস, প্রকৌশলী বাবুল কুমার দেবনাথ, প্রকৌশলী দেবতোষ কুমার দাস, সুবর্ণ সাহা, প্রণব রায়চৌধুরী, রথীন্দ্র নাথ সরকার, বাসুদেব কর্মকার, শঙ্কর পোদ্দার, প্রসিত সাহা, অলোক দে, রূপন দে, সাধন ঘোষ, মিণ্টু সাহা, বিশ্বজিৎ সাহা, অশোক কুমার ঘোষ, রাজদ্বীপ ঘোষ, অলোকা রানী দাস, প্রমীলা রায়, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, স্বপন চক্রবর্ত্তী, সুশান্ত ব্যানার্জী, শ্যামসুন্দর হালদার, সত্যপ্রিয় সোম বলাই, বাবু শীল, রবীন দাস, সুশীল দাস, দুলাল সরকার, নারায়ণ দাস, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বিকাশ কুমার সাহা ও বিপ্লব সাহা লব, বিপ্লব মিত্র ও রাম চন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস ও দীপক দত্ত, তিলক কুমার গোস্বামী ও প্রকাশ অধিকারী, দুলাল সরকার ও সুভাষ দত্ত, ডাঃ শেখর চন্দ্র পাল ও পার্থ রায়, মনোজ কান্তি রায় ও রঞ্জন রায়, আশিষ কবিরাজ ও দেবদাস মন্ডল প্রমুখ।
Sunday, April 2, 2023
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের সাবেক কার্য্যনির্বাহী সদস্য স্বর্গীয় সমীর শর্মার মৃত্যুতে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সমবেদনা প্ৰকাশ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment