১৫ আগস্ট ’২৩ মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর পরিষদের উদ্যোগে খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং বিকেল ৫টায় শ্রীশ্রী শীতলামাতা ঠাকুররানী মন্দির প্রাঙ্গণে ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তাঁর পরিবাবর্গ ও সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর পরিচালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এড. আলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, সম্পাদকমন্ডলীর সদস্য বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, এড. বীরেন্দ্র নাথ সাহা, এড. বিজন কৃষ্ণ মন্ডল, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, গৌরাঙ্গ সাহা, বিমল সাহা, পঙ্কজ দত্ত, অভিজিৎ পাল, ভবেশ সাহা, বাবু শীল, রূপন দে, অলোক দে, রবীন দাস, রণজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্ত্তী, মেধষ ব্যানার্জী, সত্যপ্রিয় সোম বলাই, পলাশ সাহা, সুশীল দাস, রামচন্দ্র পোদ্দার, দিংপকর কুমার সাধু, শশাঙ্কর রায়, উজ্জ্বল রায়, মাণিক শীল, নারায়ণ দাস, পাপ্পু সরকার, জয় মন্ডল, পরিমল দাস, নূপুর দাস, শুভ দে, অমিত সাহানী প্রমুখ।
No comments:
Post a Comment