বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 26, 2023

বীর উত্তম মেজর জেনারেল (অবঃ)সি আর দত্ত মহাশয়ের তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা

 


অদ্য ২৫.০৮.২০২৩ তারিখ শুক্রবার বিকাল ৫টায় রূপসা মহা শ্মশান কালীমন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ,যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আমৃত্যু সভাপতি, বীর উত্তম মেজর জেনারেল (অবঃ)সি আর দত্ত মহাশয়ের তৃতীয় প্রয়াণ বার্ষিকী উপলক্ষে প্রার্থনা সভা এবং জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক -অনিমেষ সরকার রিন্টু ভারতে অপারেশন  জনিত কারণে চিকিৎসাধীন রয়েছে ,তার সুস্থতা কামনা করে প্রার্থনা সভা জেলা শাখার সভাপতি -বিমান বিহারী  রায় অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-জেলা কমিটির সাধারণ সম্পাদক- অধ্যাপক ডাঃ শ্যামল দাস,অধ্যাপিকা উল্লাসিনী সরকার, প্রবীর রায়,অজিত বিশ্বাস ,শিপলু বড়ুয়া,স্বপন রায় । 

ছাত্র ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক-অভিজিৎ সরকার রাহুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন -মহিলা ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার  আহ্বায়ক-বুলু রানী মণ্ডল,সদস্য সচিব-লিপিকা রানী দাশ,সঞ্জয় গাইন,শিল্পী গাইন,বিপুল রায় চৌধুরী,অরবিন্দু মণ্ডল,সুমন বিশ্বাস,সুপ্রিয়া বিশ্বাস,কার্তিক রায় চৌধুরী,চিরঞ্জিত মল্লিক,সৌরভ মণ্ডল,মৃকাঙ্ক মণ্ডল,দ্বীপ মিস্ত্রি,শুভ মণ্ডল, চিন্ময় সরকার,মিঠুন রায়,অনন্ত রায় প্রমুখ ।প্রার্থনা পরিচালনা করেন-মহাশ্মশান মন্দিরের পুরোহিত- বাবু সুরেশ চক্রবর্তী ।


No comments:

Post a Comment

"
"