খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ হয়ে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে আদি কালীবাড়ী পাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে আজ বেলা ১২টায় আদি কালীবাড়ী পাড়া মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা মন্দির কমিটির সভাপতি পলাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক গোপী কিষণ মুন্ধড়া, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, খুলনা চেম্বার পরিচালক ও খুলনা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, খুলনা চেম্বার পরিচালক ও মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবলু কুমার বিশ্বাস, তরুণ রায় শিবু, প্রদীপ সাহা মদন, বিকাশ সাহা, সুব্রত হালদার তপা, সুশান্ত ব্যানার্জী, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, প্রকাশ সাহা বাপ্পি, ভবেশ সাহা, রূপম দে, অলোক দে, রবীন দাস, দিলীপ সাহা, দিলীপ সাহানী, ফণীভূষণ সাহা, শ্যামল সাহা, আকাশ ব্যানার্জী, পলাশ রায়, রাজা কুণ্ডু, স্বপ্নীল কুণ্ডু, রাতুল দাস মিমো, দিপ্র দাস, নিলয় সাহা, রাজীব ঘোষ, উদয় মৃধা, কৌশিক দত্ত, অনীক ব্যানার্জী, সন্তু দে, সজীব দাস, শুভ সাহা, বিশাল সাহা, শঙ্কর ঘোষ, দিপ্ত বিশ্বাস, মিতুন ভদ্র প্রমুখ।
অপরদিকে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির পক্ষ থেকে কাজি আমিনুল হকের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সহ-সভাপতি সমরেশ সাহা, শিবনাথ ভক্ত, বিশ্বজিৎ দে মিঠু, বাবলু বিশ্বাস, মেধস ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, উজ্জল ব্যানার্জী, ভবেশ সাহা, অলোক দে, রবীন দাস, মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ, সাধারণ সম্পাদক রতন কুমার নাথ, নারায়ণ দাস, অশোক ঘোষ, দুলাল সরকার, স্বপন মণ্ডল, সঞ্জু কর্মকার, পলাশ সাহা, ইন্দ্রজিৎ কুকুণ্ডু গোপাল, সুরেশ চক্রবর্ত্তী প্রমুখ।
No comments:
Post a Comment