দেশে কথিত ধর্ম অবমাননার বিষয়ে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ৷
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১৭ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে "অসাম্প্রদায়িক বাংলাদেশ: চ্যালেঞ্জ ও করণীয়" শীর্ষক এক আলোচনা সভায় স্বাগত ভাষণে তিনি এ কথা বলেন ৷
লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, কথিত ধর্ম অবমাননার বিষয়ে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘুদের বিচারের মুখোমুখি করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, গণপিটুনির শিকার হচ্ছে। আমরা মনে করি, অপরাধী যে-ই হোক তার অবশ্যই শাস্তি হওয়া উচিত। কিন্তু তাই বলে তা একতরফা হচ্ছে কেন? এতে সাম্প্রদায়িকতাবাদী ও মৌলবাদীদের উৎসাহিত করা হচ্ছে।
রানা দাশগুপ্ত বলেন, পঞ্চদশ সংশোধনীর ফলশ্রুতিতে এ দেশের সাম্প্রদায়িক, মৌলবাদী শক্তিগুলো অনেক বেশি উৎসাহিত হচ্ছে।
তিনি অভিযোগ করেন, এখন প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর অনেক নেতা সাম্প্রদায়িক মানসিকতায় দুষ্ট হয়ে পড়েছেন ৷
সাম্প্রদায়িকতাবাদীরা সরকারের প্রগতিশীল শিক্ষানীতি বানচালের আস্ফালন শুরু করেছে বলে সভায় উল্লেখ করে রানা দাশগুপ্ত বলেন, বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মূল্যবোধ আজ তাদের টার্গেটে পরিণত হয়েছে।
ধর্মীয় বিদ্বেষ ও জাতিগত নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী অস্তিত্বের সংকটে রয়েছে বলেও সভায় উল্লেখ করেন তিনি ৷
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ৷ আলোচক হিসেবে যুক্ত হন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার, আদিবাসী বিষয়ক সংসসদীয় ককাসের সদস্য সচিব অধ্যাপক মেজবাহ কামাল।
বীরেন শিকদার বলেন, দেশে সাম্প্রদায়িকীকরণ রুখতে আওয়ামী লীগ তাদের নির্বাচনি ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো, তা বাস্তবায়নে উদ্যোগ দেখি না ৷ এটি বাস্তব সত্য কথা ৷ আওয়ামী লীগ সরকার প্রত্যর্পিত সম্পত্তি আইন পাস করলেও মাঠ পর্যায়ে ডিসি, এসপি, ইউএনও, এসি ল্যান্ডদের অনেকে তা প্রত্যাখান করেছে ৷ এটি অত্যন্ত দুঃখজনক ৷
এসময় তিনি ফরিদপুরের মধুখালীর ঘটনাবলী নিয়ে বলেন, ওই ঘটনাকে বিকৃত করে নানা খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে ৷
রামেন্দু মজুমদার বলেন, সংকট তখনই ঘনীভূত হয়, যখন ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করা হয় ৷ এ সমস্যা যে শুধু উপমহাদেশের তা নয়, এটি গোটা বিশ্বের সমস্যা ৷
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট যদি হয় শতকরা ৯ বা ১০ শতাংশ, তবে এই ১০ শতাংশের ভোটেও তো অনেক পরিবর্তন সম্ভব ৷ আজকে শূন্য দশমিক শূন্য এক ভাগ ভোটারের ভোট নিয়ে অনেকে এমপি হয়ে তৃপ্ত হচ্ছেন, সেখানে এই দশ ভাগের ভোট তো অনেক ৷ সেই ভোটগুলোকে এক জায়গায় করতে হবে ৷
তিনি বলেন, দেশে ধর্মীয় সাম্প্রদায়িকতার পরে রাষ্ট্রীয় সাম্প্রদায়িকতার ঘটনা ঘটেছে৷ এখন ঘটেছে সামাজিক ও প্রশাসনিক সাম্প্রদায়িকতা৷ তাই নেত্রীর ( প্রধানমন্ত্রী) অনেক উদ্যোগ থাকা সত্ত্বেও অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন করা যায়নি ৷
আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাসের সদস্য সচিব অধ্যাপক মেজবাহ কামাল বলেন, দেবোত্তর সম্পত্তি আইন, বৈষম্য বিলোপ আইন পাস হয়ে গেছে ৷ এখন পার্লামেন্টে উত্থাপনের অপেক্ষায় আছি ৷ এছাড়াও আদিবাসী ও সংখ্যালঘুবিষয়ক সংসদীয় ককাসের পক্ষ থেকে আদিবাসী অধিকার আইন বিল আকারে জাতীয় সংসদে জমা দিয়েছে ৷ এখনও সেটি পার্লামেন্টে আলোচনার জন্য উত্থাপিত হয়নি ৷ সেটি দ্রুত করতে হবে ৷
সংগৃহীত: khaborerkagoj.com
No comments:
Post a Comment