শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসব’২৪ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা
উদযাপন পরিষদ, খুলনা মহানগরের এক বিশেষ বর্ধিত সভা আজ ১৪ জুন ’২৪
শুক্রবার বেলা ১১:৩০টায় শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে মহানগর
ভারপ্রাপ্ত সভাপতি অরবিন্দ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত
কুমার কুণ্ডু সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় মহানগর পূজা পরিষদ; ৮টি থানা
কমিটি; রথযাত্রা উৎসব আয়োজক কমিটি : শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির,
টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ (ইসকন)-খুলনা;
বিভিন্ন মন্দির কমিটি, বিভিন্ন ধর্মীয় সংগঠন-এর নেতৃবৃন্দ উপস্থিত
থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়
মহানগরীর স্যার ইকবাল রোডস্থ গোলমণি শিশু পার্কে আগামী ৭ জুলাই ’২৪
রবিবার বিকেল সাড়ে ৩টায় শ্রীশ্রীজগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের শুভ-
উদ্বোধন মহাধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে ভক্তবৃন্দ রথের দড়ি টেনে নামকীর্তন
সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জোড়াগেটস্থ প্রেমকাননে
মাসির বাড়িতে ১৯ জুলাই ’২৪ শুক্রবার পর্যন্ত অবস্থান করবে। অবস্থানকালে
প্রতিদিন নিত্যপূজা, ভোগারতি, শ্রীমদ্ভাগবত পাঠ, কীর্তন, বৈদিক
নাটক, প্রসাদ বিতরণ ও মেলা অনুষ্ঠিত হবে এবং ১৯ জুলাই বিকেল ৩টায়
প্রেমকানন অঙ্গণ থেকে উল্টোরথের আনুষ্ঠানিকতা শেষে ভক্তবৃন্দ রথের দড়ি টেনে
স্ব-স্ব মন্দিরে প্রত্যাগমন করবে। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও মহানগর
পূজা পরিষদ উপদেষ্টা প্রশান্ত কুমার রায়, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, প্রফেসর
কার্তিক চন্দ্র মÐল, শ্রীশ্রীরাধামাধব মন্দির ইসকন-খুলনার সভাপতি গৌড়েশ্বর
নিমাই দাস ব্রহ্মচারী, এস্টেট অব শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির ট্রাস্টি প্রকৌশলী
পরিমল কুমার দাস, শীতলা বাড়ী কার্যকরী সংসদের সভাপতি শ্যামাপ্রসাদ
কর্মকার, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার
বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সভাপতি
বিমান বিহারী রায় অমিত, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিখিল কুমার
বিশ্বাস, মহানগর পূজা পরিষদ সহ-সভাপতি সমরেশ সাহা, অধ্যাপক তারকচাঁদ
ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ মিঠু,
সম্পাদকমÐলীর সদস্য রতন কুমার নাথ, উজ্বল ব্যানার্জী, তাপস সাহা, তরুন রায়
শিবু, প্রদীপ সাহা মদন, বাবলু বিশ্বাস, মহাদেব সাহা, সঞ্জীব দাস, ভবেশ
সাহা, দেবাদাস মণ্ডল, সুজিত মজুমদার, এড. আনন্দ কুমার ঘোষ, এড. উল্লাস
কর বৈরাগী, এড. মোহন মুখার্জী, ভোলানাথ দত্ত, অলোকা রানী দাস,
সাংবাদিক প্রবীর বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক অভিজিৎ পাল,
বিদ্যুৎ দাস, দীপক দত্ত, সুব্রত হালদার তপা, শঙ্কর পোদ্দার, দিংকর সাধু, সুশান্ত
ব্যানার্জী, সুশান্ত বাগচি, অ¤øান কুমার সরদার, মিণ্টু সাহা, শ্যামসুন্দর
হালদার, তুষার সাহা, মেধস কুমার ব্যানার্জী বিশ্বজিৎ সাহা, দেবাশীষ দাস,
সঞ্জয় সরকার, অসিত বিশ্বাস, সুকুমার সাহা, অশোক সেন, অনিল মজুমদার,
পরিতোষ হালদার. প্রণব রায় চৌধুরী, প্রকৌশলী বাবুল দেবনাথ, নারায়ণ দাস,
মাণিক কুণ্ডু, সুনীল কুণ্ডু, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, রবীন দাস,
ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, পলাশ কুমার সাহা, শক্তিপদ দাস শর্মা, সদর থানা
সভাপতি বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার,
সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম পোদ্দার.
খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক
প্রকাশ অধিকারী, লবণচরা থানা সভাপতি ডা. শেখর পাল, হরিণটানা থানা
সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহবায়ক আশিষ কবিরাজ, উজ্জল
রায়, মানিক শীল, গোপাল ঘোষ, পরিমল দাস, পলাশ রায়, রাজু শীল প্রমুখ।
No comments:
Post a Comment