আগামীকাল ৭ই জুলাই শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ বেলা সাড়ে তিনটাই খুলনা গোলকমনি শিশু পার্কে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথটান শুরু হয়ে জোড়াগেটস্থ প্রেম কাননে গিয়ে শেষ হবে। প্রতি বছর খুলনায় বিশাল পরিশরে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে, খুলনা মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদের সার্বিক পরিচালনায়, এস্টেট অব শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির এবং ইসকন খুলনার আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয়। তিন মন্দিরের রথ একত্রে গোলকমনি শিশু পার্কে উপস্থিত হয়ে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানাব মোজাম্মেল হক, বিপিএম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জানাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম (এ এন্ড এফ), খুলনা জেলা মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম পুলিশ সুপার। খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল হালদারের সভাপতিত্বে এবং খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় বিভিন্ন ধর্মীয় সংগঠন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। উদ্বোধনের পর গোলকমনি শিশু পার্ক থেকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথটান শুরু হয়ে জোড়াগেটস্থ প্রেম কাননে গিয়ে শেষ হবে এবং প্রেম কাননে ১২দিন পর্যন্ত জগন্নাথ দেবের রথ অবস্থান করবে, এই ১২দিন রথ অবস্থান কালে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সার্বিক পরিচালনায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে এবং প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। আগামী ১৯শে জুলাই উল্টো রথযাত্রার মধ্যদিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ সমাপ্তি হবে।
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের এই সকল অনুষ্ঠানে খুলনাবাসী কে আন্তরিকভাবে আমন্ত্রন জানিয়েছেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শ্যামল হালদার, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী প্রশান্ত কুমার কুন্ডু সহ নেতৃবৃন্দ।
No comments:
Post a Comment