মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেরিন চা বাগানের সার্বজনীন দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া সব মালামাল উদ্ধার করা হয়।পুলিশ জানায়, ১১ আগস্ট ভোরে রাধানগর এলাকার মৃত আজমত আলীর ছেলে রহমত আলী মন্দিরে অনধিকার প্রবেশ করে প্রতিমার কাপড়, ককশিটের তৈরি সামগ্রী ও একটি পর্দা চুরি করে নিয়ে যায়।অভিযোগের পর এসআই বাবলু কুমার পালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাধানগর প্যারাগন রিসোর্টের সামনে থেকে তাকে আটক করে। পরে তার কাছ থেকে খয়েরি-সাদা দরজার পর্দা, চারটি রঙিন লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের প্রতিমার তাজ ও চারটি ফোমের মালা উদ্ধার করা হয়। এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় পাঁচ হাজার টাকা।গ্রেফতারকৃতকে পরদিন আদালতে সোপর্দ করা হয়।
No comments:
Post a Comment