পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ১৬ আগস্ট শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর ধর্মসভাস্থ
গোলকমনি শিশু পার্ক এ আলোচনা সভা ও মহাধুমধামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য
শোভাযাত্রা ও নগর সংর্কীত্তন বিভিন্ন ধর্মীয় সংগঠন, থানা কমিটি, মন্দির কমিটি উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্র, ব্যানার,
ফেস্টুন, প্লাকার্ড, শঙ্খধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি, ডিসপ্লে সহকারে মহাসমারোহে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে পুনরায় গোলকমনি শিশুপার্কে এসে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮.০০ ঘটিকায় স্যার ইকবাল
রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা ও রাত ৯.০১ মিনিটে
শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)
মোঃ আবু তারেক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।
প্রস্ততি সভায় জন্মাষ্টমী সফল করার লক্ষে ৬টি উপ কমিটি গঠন করা হয়। যথাক্রমে- বিশ্বজিৎ দে মিঠুকে আহবায়ক
করে শোভাযাত্রা কমিটি, উজ্জ্বল ব্যানার্জীকে আহবায়ক করে সাজসজ্জা কমিটি, রতন কুমার নাথকে আহবায়ক করে মঞ্চ কমিটি,
শঙ্কর পোদ্দারকে আহবায়ক করে প্রসাদ প্রস্তুত ও বিতরণ কমিটি, সাংবাদিক বিমল সাহাকে আহবায়ক করে প্রচার ও গণসংযোগ
কমিটি, বাবলু বিশ্বাসকে আহবায়ক করে শোভাযাত্রা প্রতিযোগীতা বিচারক কমিটি গঠন এবং চুড়ান্ত প্রস্তুতি সভা ও অগ্রগতি
পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষন মুন্ধড়া, সাধারণ
সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল কুমার ব্যানার্জী, রতন
কুমার নাথ, শংকর কুমার পোদ্দার, বাবলু কুমার বিশ্বাস, বিমল কুমার সাহা, অলোক কুমার দে, রবীন কুমার দাস, গৌরাঙ্গ সাহা, সাধন
কুমার ঘোষ, দীপক কুমার দত্ত, ভোলানাথ দত্ত, ভবেশ চন্দ্র সাহা, রূপন দে, বাবু শীল, মানিক শীল, রাজ কুমার শীল, বোধন চন্দ্র
বিশ্বাস, বিপু চন্দ্র সমাদ্দার প্রমুখ।
চুড়ান্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ থানা পূজা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটির সাথে সমন্বয় সভা করে
আশ্বস্থ করেছেন বিগত বছরগুলোর তুলনায় এবছর আরও ব্যাপক ভক্ত সমাগম ও সাজসজ্জাসহ বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা উদযাপন
পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু আহবান জানান।
No comments:
Post a Comment