বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, September 16, 2025

ধর্মীয় বৈষম্য নয়, সমান মর্যাদা রাষ্ট্রের দায়িত্ব—প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ঢাকেশ্বরী মন্দিরে

ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রের দায়িত্ব: ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ধর্মীয় বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্রের দায়িত্ব: ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ঢাকা প্রতিনিধি: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যত ধর্মীয় বা মতের পার্থক্যই থাকুক না কেন, রাষ্ট্রের কোনো অধিকার নেই বৈষম্য করার। রাষ্ট্রের দায়িত্ব হলো সবাইকে সমান মর্যাদা দেওয়া।

সমান নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “সে যেই ধর্মেই বিশ্বাস করুক, যে মতবাদেই বিশ্বাস করুক, ধনী বা গরিব—রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক।”

তিনি আরও বলেন, নাগরিকের সকল অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। রাষ্ট্রের কোনো সরকারের অধিকার নেই কাউকে সামান্যতমও বঞ্চিত করার।

“জাতি একটি পরিবার”

ড. ইউনূস বলেন, আমরা সবাই একই পরিবারের সদস্য। মতভেদ থাকতেই পারে, ব্যবহারের পার্থক্যও থাকতে পারে, কিন্তু পরিবার ভাঙা যায় না। আমাদের লক্ষ্য হলো পুরো জাতিকে এই অটুট পরিবারে রূপ দেওয়া।

নাগরিক অধিকার নিয়ে দৃঢ় অবস্থান

তিনি জোর দিয়ে বলেন, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার থাকতে হবে। মানুষ যেন মুক্তভাবে ধর্ম পালন করতে পারে, সেই অধিকার নিশ্চিত করাই নতুন বাংলাদেশের সবচেয়ে বড় লক্ষ্য।

ব্যক্তিগত অনুভূতি প্রকাশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে ড. ইউনূস বলেন, “আমি ভেবেছিলাম এবার হয়তো আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করা হবে, কিন্তু আমি বলেছিলাম, যাবই। এই আনন্দ থেকে আমি দূরে থাকতে চাইনি।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দে প্রমুখ।

এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

Tags: মুহাম্মদ ইউনূস, নাগরিক অধিকার, শারদীয় দুর্গাপূজা, ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশ সংবাদ

No comments:

Post a Comment

"
"