বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগরের সার্বিক সহযোগিতা এবং সপ্তসতী গীতা বিদ্যাপীঠ ও সনাতনী ঐক্য সংঘ-এর আয়োজনে দৌতলপুরের মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রীশ্রীশীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে আজ ০৩ ফেব্রুয়ারি’২৩ শুক্রবার সকাল ১০টায় শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন কেন্দ্র-এর জাতীয় সঙ্গীত, প্রদীপ প্রজ্জ্বলন, মাঙ্গলিক সঙ্গীত ও গীতা পাঠের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি কার্ত্তিক সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা, সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন সপ্তসতী গীতা বিদ্যাপীঠ ও সনাতনী ঐক্য সংঘ-এর প্রচার সম্পাদক সুমন সাহা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ ও খুলনা মহানগর পূজা পরিষদের উপদেষ্টা প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, মহানগর পূজা পরিষদের উপদেষ্টা প্রফেসর ডা. শৈলেন্দ্র নাথ মিস্ত্রী, প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, মহানগর সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, কেসিসি ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাস্টার আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সম্পাদকমÐলীর সদস্য শ্যামা প্রসাদ কর্মকার, শিবনাথ ভক্ত, অনিমেষ কান্তি নন্দী, প্রকাশ অধিকারী, শম্ভুনাথ চক্রবর্ত্তী, বিশ্বজিৎ দে মিঠু, রতন কুমার নাথ, উজ্জ্বল ব্যানার্জী, বাবলু বিশ্বাস, অলোক কুন্ডু, সাংবাদিক বিমল সাহা, মহাদেব সাহা, সুজিত কুমার মজুমদার, ভবেশ সাহা, ভোলানাথ দত্ত, সাধন ঘোষ, বিকাশ কুমার সাহা, রাম চন্দ্র পোদ্দার, রাজীব সাহা, নারায়ণ দাস, অলোক দে, রবীন দাস, অজয় দে। এছাড়া উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সমরেশ কুমার সাহা, গোপাল চন্দ্র সাহা, জগদীশ সাহা প্রমুখ। কোমলমতি গীতা শিক্ষার্থীদের প্রশিক্ষক হিসেবে নিমাই চক্রবর্ত্তীকে নিযুক্ত করা হয়।
No comments:
Post a Comment