বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, March 28, 2023

রমনা গণহত‌্যায় নিহত সকল শ‌হিদ‌দের স্মর‌ণে এবং গণহত‌্যার আন্তর্জা‌তিক স্বীকৃ‌তির দা‌বি‌তে বাংলা‌দেশ ছাত্র ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থনা সভা।

 



একাত্ত‌রের ২৫ মার্চ গণহত‌্যা দিবস এবং ২৭ মার্চ রমনা গণহত‌্যায় নিহত সকল শ‌হিদ‌দের স্মর‌ণে এবং গণহত‌্যার আন্তর্জা‌তিক স্বীকৃ‌তির দা‌বি‌তে বাংলা‌দেশ ছাত্র ঐক‌্য প‌রিষ‌দের প্রার্থনা সভা। সংগঠ‌নের অন‌্যতম সভাপ‌তি সুদীপ্ত সরকার সূর্য'র সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য প‌রিষ‌দের অন‌্যতম অধ‌্যাপক ড. নিম চন্দ্র ভৌ‌মিক। বক্তব‌্য রা‌খেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক‌্য প‌রিষ‌দের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সহ সাংগঠ‌নিক সম্পাদক বাপ্পা‌দিত‌্য বসু, শ্রী শ্রী রমনা কালী ম‌ন্দি‌রের সভাপ‌তি উৎপল সাহা এবং ছাত্র নেতৃবৃন্দ। প্রার্থনা প‌রিচালনা ক‌রেন রমনা কা‌লী ম‌ন্দি‌রের পু‌রো‌হিত শ্রী কানাই চক্রবর্ত্তী। ২৭ মার্চ ২০২৩ শ্রী শ্রী রমনা কালী ম‌ন্দির প্রাঙ্গন।




No comments:

Post a Comment

"
"