বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, April 14, 2023

গত আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা খুলনায়



 বৈশাখের প্রথম দিনে তীব্র তাপ দাহ বইছে খুলনায়। শুক্রবার খুলনার সর্বোচ্চ তাপমাত্রা ৪০•৫° বলছে বিভাগীয় আবহাওয়া অফিস।

বিভাগীয় আবহাওয়া পরিচালক আমীরুল আজাদ জানান, খুলনায় আজ ৪০.৫ ডিগ্রী সেলসিয়াস। যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৪ সালে সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪০.০৭ ডিগ্রি সেলসিয়াস। যা এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ২০১৬-১৭ সালে তাপমাত্রা হয়েছিল ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও খুলনা বিভাগের মধ্য সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১•৭°, যশোর ৪০.৮°, কুষ্টিয়ায় ৪০.০৫°, মোংলায় ৪১•২° ডিগ্রি সেলসিয়াস বলছে আবহাওয়া অধিদপ্তর।

তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে জন জীবন। নিম্ম আয়ের মানুষেরা পড়েছে বিপাকে। তীব্র তাপদহে বাইরে কাজ করা যেমন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। তেমনি বসে থেকেও পেটের জ্বালা মিটবে না তাদের। এমনই কথা বলছিল নগরীর সাতরাস্তা মোড়ের রিক্সা চালক করিম, দিন মজুর মহিবুল ও সালেহ বেগম।

রাস্তার পাশে শরবত, আখের রস, ডাব সহ ঠান্ডা পানিয় দোকানে বাড়ছে ভীড়। তেমনি বিক্রি বেড়েছে কোমল পানিয়, গ্লুকোজ ও স্যালাইন এর।

তবে চিকিৎসকরা যততত্র রাস্তার পাশের কোমল ও ঠান্ডা পানিয় না খেয়ে ঘরে অথবা পরিষ্কার পরিচ্ছন্ন স্থানের বিশুদ্ধ পানি, ডাবের পানি, গ্লুকোজ, স্যালাইন খাওয়ার কথা বলছেন তারা।

তেল, মসলা যুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে বলছেন তারা। তীব্র তাপ দহে বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যাবহার করতে বলছে তারা। অতিরিক্ত রোদে ঘোরাঘুরি করতেও নিষেধ করছেন চিকিৎসকেরা।

No comments:

Post a Comment

"
"