বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, April 20, 2023

পুনরায় চেম্বার অব কমার্সে সভাপতি নির্বাচিত হচ্ছেন কাজী আমিন

 


খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনে ২৪ পরিচালক পদে নতুন চারজন সহ সকলে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন হয়েছে। নির্বাচন বোর্ড এর চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আইয়ুব আলী শেখ, সদস্য এ্যাডঃ এস এম আজমিরুল হামজা ও মোঃ হাফিজুল ইসলাম চন্দন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দেখাগেছে ২৪ পরিচালকের মধ্যে নতুন পরিচালক হয়েছেন মেসার্স গোপালগঞ্জ হার্ডওয়ার ষ্টোর এর মালিক দীপক কুমার দাস, মেসার্স এম এম শিপিং ট্রান্সপোর্ট এর মালিক মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, মেসার্স গোস্বামী এন্টারপ্রাইজ এর মালিক তিলক কুমার গোস্বামী, মেসার্স ঢাকা ফিস ফিড এন্ড কোং এর মালিক মোঃ সোহাগ দেওয়ান। সভাপতি পদে বর্তমান সভাপতি কাজী আমিনুল হক একক প্রার্থী রয়েছেন। পুনরায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

এছাড়াও বাণিজ্যিক দল তিনটি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত পরিচালকেরা হলেন খুলনা ডিষ্ট্রিক্ট ইম্পোটার্স গ্রুপ এর সভাপতি কাজি আমিনুল হক, খুলনা সিমেন্ট আমদানীকারক মালিক গ্রুপ এর সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপ এর পরিচালক ঠাকুর মোঃ শাহ্ আলম।

সহযোগী সদস্য শ্রেণীতে ০৬টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত পরিচালকরা হলেন, মেসার্স খানজাহান আলী এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মোস্তফা জেসান ভুট্টো,মেসার্স গাউসুল আজম এন্ড কোং এর মালিক শেখ মোঃ গাউসুল আজম, মেসার্স সাইফুল ইসলাম ট্রেড লিংক এর মালিক খান সাইফুল ইসলাম, মেসার্স মাসুম ফেব্রিকস এর মালিক মোঃ মনিরুল ইসলাম মাসুম, মেসার্স সোনার বাংলা ট্রেডার্স এর মালিক মোঃ মাহবুব আলম, মেসার্স প্রমিজ ট্রেডার্স এর মালিক চৌধুরী মিনহাজ উজ জামান।

সাধারণ সদস্য ১৫ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত পরিচালকেরা হলেন মেসার্স শরীফ এন্ড কোং এর প্রোপ্রাইটর শরীফ আতিয়ার রহমান, মেসার্স বিশ্বাস কনষ্ট্রাকশনের মালিক সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মেসার্স এম এ মতিন এর মালিক এম এ মতিন পান্না, মেসার্স হাসি কনষ্ট্রাকশন এর মালিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন, মেসার্স টুটুল এন্ড কোং এর মালিক আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, মেসার্স হাসান ট্রেডার্স এর মালিক কাজী মাসুদুল ইসলাম, মেসার্স ইষ্টার্ণ বিল্ডার্স এসোসিয়েটস এর মালিক জোবায়ের আহমেদ খান (জবা), মেসার্স হিমেল এন্টারপ্রাইজ এর মালিক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, মেসার্স বিসমিল্লাহ ফেব্রিক্স এর মালিক মোঃ আবুল হাসান, মেসার্স ইসলাম ব্রাদার্স এর পরিচালক মোঃ ইসলাম খান, মেসার্স আলম ব্রাদার্স এর মালিক আলহাজ্ব নিজারুল আলম জুয়েল, মেসার্স গোপালগঞ্জ হার্ডওয়ার ষ্টোর এর মালিক দীপক কুমার দাস, মেসার্স এম এম শিপিং ট্রান্সপোর্ট এর মালিক মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, মেসার্স গোস্বামী এন্টারপ্রাইজ এর মালিক তিলক কুমার গোস্বামী, মেসার্স ঢাকা ফিস ফিড এন্ড কোং এর মালিক মোঃ সোহাগ দেওয়ান।

সংগৃহীত: citizenvoice.news

No comments:

Post a Comment

"
"