বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 27, 2023

বাগেরহাট জেলা পূজা পরিষদের আহবায়ক কমিটি গঠন


বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাগেরহাট জেলা কমিটির কার্যকাল দুই বছর মেয়াদের জন্য গত ১৬ মার্চ ২০১৮ গঠিত হয়। ইতোমধ্যে উক্ত কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার কারণে গঠনতন্ত্রের ৮(খ.৫) ধারা বলে, সংগঠনের শৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থে পূর্ববর্তী কমিটি বাতিল করে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৪১ সদস্য বিশিষ্ট নিম্ন লিখিত আহবায়ক কমিটি গঠন করা হলো:

আহবায়ক নিলয় কুমার ভদ্র, যুগ্ম আহবায়ক অম্বরিশ রায়, অবনিশ চক্রবর্ত্তী (সোনা), রবীন্দ্র নাথ বিশ্বাস, বাবুল সরদার, পারিজাত পাল, সদস্য সচিব মধুসূদন দাম, সদস্য লিটন সরকার, সঞ্জয় বকসী, স্বপন সাহা, কমল আঁশ, সুমন দাস, অচিন দাস, সুভাষ দাস, অনুপ চক্রবর্ত্তী (ভজন), মিহির দাস, সঞ্জয় দাস, নিবাস বিশ্বাস, বরুণ হালদার, বিশ্বনাথ গৌতম বাবু, অনিক সাহা সানো, স্বপন দাস, সঞ্জয় গোস্বামী, বাসুদেব রায়চৌধুরী, পূরবী সমাদ্দার, উত্তম বকসী, আশিষ সাহা, এড. রণজিৎ মন্ডল, স্বপন কুন্ডু, এড. জগৎ জীবন বসু, দিপঙ্কর সাহা, সান্তনু রানা রুবল (চিতলমারী), প্রসিত মালাকার (মোল্লারহাট), উৎপল কুমার মন্ডল (মোংলা), অশোক সাহা (মোড়লগঞ্জ), বাবলু আঁশ (ফকিরহাট), গোপাল কর্মকার (রায়েন্দা), এড. চয়ন মÐল (রামপাল)।

উক্ত আহবায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ৬০ দিন অতিক্রান্ত হলে আহবায়ক কমিটি স্বাভাবিকভাবেই বাতিল বলে গণ্য হবে। 


No comments:

Post a Comment

"
"