ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত প্রেমকানন অঙ্গণে রথযাত্রা উৎসবের সপ্তম দিনে আজ ২৬ জুন’২৩ সোমবার নিত্যদিনের ন্যায় উদযাপিত হয় ঊষা কীর্তন, বাল্যভোগ, মধ্যাহ্নে ভোগরাগ, সন্ধ্যা আরতি, শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, নাম কীর্তন এবং প্রসাদ বিতরণ কর্মসূচি। হৃদয়গ্রাহী শ্রীমদ্ভাগবত পাঠ করেন ইসকন গল্লামারী শ্রীশ্রীরাধামাধব মন্দিরের সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী এবং ভক্তিবেদান্ত কালচারাল সোসাইটি পরিবেশনায় বৈদিক নৃত্য ও নাটক পরিবেশিত হয়। খুলনা বড়বাজার হার্ডওয়ার ব্যবসায়ী সনাতন ভক্তদের আনুকূল্যে প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথদেবের পূজা অর্চনা ও ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করেন। খুলনার বিশিষ্ট হার্ডওয়ার ব্যবসায়ী বিপুল পোদ্দারের সভাপতিত্বে এবং হরিণটানা থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি ও মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি এড. অলোকানন্দা দাস। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক সম্পাদক শ্রীমন্ত অধিকারী রাহুল, বিশিষ্ট সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। উপস্থিত ছিলেন অশোক কুমার সাহা, বিশ্বজিৎ সাহা, দীপক দাস, দিনেশ দাস, জগদীশ দাস, অঞ্জন দে, রূপক দাস, সমীর কুমার সাহা, শিবুপদ মন্ডল, বিশ্বনাথ ধর, উজ্জ্বল ঘোষ, উত্তম রায়, ডাঃ শেখর পাল, দুলাল সরকার, আশিষ কবিরাজ, মানিক শীল, রাজু শীল, নারায়ণ দাস, কুমাল লাল প্রমুখ।
অব্যাহতভাবে সঞ্চালিত হবে আগামী ১ জুলাই পর্যন্ত বর্ণিল অনুষ্ঠান নানা চিত্তাকর্ষক সূচিমালায়।
No comments:
Post a Comment