সরকারি দলের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারসমূহ বাস্তবায়নের দাবিতে আগামী ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পৃথক পৃথক দিনে সারাদেশের সকল জেলা-মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে গণঅনশন ও গণঅবস্থান এবং ৬ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চা।
আজ ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোর্চার প্রধান সমন্বয়ক ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:
# আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলা ও ২টি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান
# ১৫ সেপ্টেম্বর শুক্রবার ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১২টি জেলা ও ২টি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান
# ১৬ সেপ্টেম্বর শনিবার সিলেট বিভাগের ৪টি জেলা ও ১টি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান
# ২২ সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ১৮টি জেলা ও ২টি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণঅবস্থান
# ২৩ সেপ্টেম্বর শনিবার ঢাকা বিভাগের ১৩টি জেলা ও ২টি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গণঅনশন ও গণসমাবেশ
# ২২ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় গণঅনশন ও গণঅবস্থান
# ৬ অক্টোবর ২০২৩ শুক্রবার বেলা ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনসমূহের ঐক্যমোর্চার প্রধান সমন্বয়ক এ্যাড. রাণা দাশগুপ্ত।
সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পুলিশের সাবেক ডিআইজি শ্রী নিবাস মাঝি
উপস্থিত ছিলেন:
শ্রীশ্রী ভোলানন্দ গিরি আশ্রম ট্রাস্টের সভাপতি এ্যাড. সুব্রত চৌধুরী
বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্র নাথ মাহাতো
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ
মতুয়া মহাসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর
ভক্ত সংঘ বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শ্যামল রঞ্জন মণ্ডল
এছাড়া ঐক্য পরিষদ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন:
প্রেসিডিয়াম সদস্য মিলন কান্তি দত্ত
প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকার
যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শ্যামল কুমার রায়
যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু
দপ্তর সম্পাদক মিহির কান্তি হাওলাদার
ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু
শিক্ষা ও গবেষণা সম্পাদক তপো গোপাল ঘোষ
সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু নাথ রায়
সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু
সহ পেশাজীবী বিষয়ক সম্পাদক সুবীর দত্ত
সহ যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর
সহ দপ্তর সম্পাদক সঞ্জয় কুমার দাস মহিলা ঐক্য পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অলকা ঘোষ
যুব ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিল্লোল সরকার
ছাত্র ঐক্য পরিষদের সভাপতি সুদীপ্ত সরকার সূর্য প্রমুখ।
No comments:
Post a Comment