বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 23, 2025

কলম থেকে নীরবতা—বিভুরঞ্জন সরকারের অপ্রত্যাশিত মৃত্যুতে সাংবাদিক সমাজ স্তম্ভিত

নিখোঁজের একদিন পর মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়ার কলাগাছিয়া ইউনিয়নের চর বলাকিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়। খবর পেয়ে নৌ–পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিভুরঞ্জন সরকারের মৃত্যু একদিন আগে হয়েছে। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে কিছুটা বিকৃত হতে শুরু করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে বৃহস্পতিবার সকালে তিনি বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওইদিন সকালে কর্মস্থল বনশ্রীর আজকের পত্রিকা কার্যালয়ে যাওয়ার কথা থাকলেও তিনি সেখানে যাননি। এমনকি মোবাইল ফোনটিও বাসায় রেখে গিয়েছিলেন।
আজকের পত্রিকা সূত্রে জানা গেছে, ১৬ আগস্ট থেকে তিনি সাত দিনের ছুটিতে ছিলেন। এদিকে, তার ভাই চিররঞ্জন সরকার বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, সকাল ১০টার দিকে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হলেও পরে আর কোনো খোঁজ মেলেনি। রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি।
বিভুরঞ্জন সরকারের মৃত্যু সাংবাদিক মহলে গভীর শোকের সৃষ্টি করেছে। একজন প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কাজ করেছেন। তবে তার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া এবং মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার হওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।
এদিকে, তার বাসা থেকে বের হওয়ার পর অফিসে না যাওয়া, মোবাইল ফোন বাসায় রেখে যাওয়া এবং পরদিন নদীতে মরদেহ ভেসে ওঠা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে। সহকর্মীরা মনে করছেন, এ ঘটনায় নিখুঁত তদন্ত জরুরি।
বিভুরঞ্জন সরকারের মৃত্যু শুধু একটি পরিবারকেই শোকাহত করেনি, সাংবাদিক সমাজকেও গভীরভাবে নাড়া দিয়েছে।


 

No comments:

Post a Comment

"
"