সিরাজগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ
সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে যুবকের বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে হিন্দু সম্প্রদায়ের ওই যুবকের বিরুদ্ধে বেলকুচি থানায় মামলা দায়ের করা হয়। আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী খোকন শেখ নামের এক ভ্যানচালক অভিযোগে উল্লেখ করেন, বুধবার রাতে ওই যুবক তার ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি নবী সম্পর্কে কটূক্তি করেন। বিষয়টি শুনে বাদী তাকে সতর্ক করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে উত্তেজিত হয়ে ওঠে। পরদিন সকালে স্থানীয়দের আলোচনার পর থানায় মামলা দায়ের করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে গণপিটুনি দিয়ে আমাদের হাতে তুলে দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর থেকেই যুবকের বাড়িতে পুলিশি পাহারা বসানো হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
No comments:
Post a Comment