শারদীয় দুর্গোৎসব-২০২৫ উপলক্ষে ২৯শে আগস্ট ২০২৫, শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে সিমেট্রি রোডস্থ মনোয়ারা মার্কেটে সাহেবের কবরখানা সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সাধারণ বার্ষিক সভা সংগঠনের সভাপতি শ্রী বিষ্ণু ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী রবিন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার কুন্ডু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ ঘোষ, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র পোদ্দার। এছাড়াও উপস্থিত ছিলেন শংকর সাহা,বরুন দত্ত,জামাল উদ্দিন মোড়ল, বিপুল পোদ্দার,বিমল ঘোষ,বাবু শীল, মানিক শীল,গৌরাঙ্গ সাহা,রতন কুমার নাথ, শংকর পোদ্দার,ভবেশ সাহা,অলোক দে,মদন দাস, সত্যজিৎ রায় বাপ্পী,নিলকান্ত ঘোষ,সমীর দে, কমল সরকার, বিপ্লব দে, বিধান ঘোষ,সুকদেব ঘোষ,সুমন সাহা,দিনেশ রায়, অনিন্দ্য সাহা,কাজল সাহা,দেবব্রত সরকার,অমিত সাহানী, সজল ঘোষ,রাজন ঘোষ,জীবন দত্ত,জয় দে,বিপ্র সাহা,সুমিত সাহা, সেতু সাহা,জয় দে, প্রদীপ দে, প্রদীপ সাহা,সুদেব শীল, অভিজিৎ দে শুভ,বাধন দাস,সাক্ষর সাহা,সুজয় দাস,অমি রায়, স্বাধীন গাইন,সজীব বনিক,অরিক কাজী, অংকুর কর্মকার প্রমুখ।
সভায় দ্বিতীয় অধিবেশনে সোনাডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী রাম চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে ১২৮তম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী বিষ্ণু ঘোষকে সভাপতি, শ্রী মহাদেব সাহা শিবুকে উর্ধ্বতন সহ-সভাপতি,রবিন কুমার দাসকে সাধারণ সম্পাদক ও অভিজিৎ দে শুভকে কোষাধ্যক্ষ করে ২০২৫ সালের দুর্গা পূজা ও কালী পূজা কমিটি গঠন করা হয়।
No comments:
Post a Comment