চন্দ্রনাথ মন্দিরে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সিঁড়ি সংস্কারের কাজ দ্রুতই শুরু হবে।
বুধবার (২৭ আগস্ট) রাজধানীর রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন রেলওয়ে খিলক্ষেত এলাকায় দুটি জামে মসজিদ ও একটি সার্বজনীন দুর্গা মন্দিরের জন্য জমি বরাদ্দ দেয়। দূর্গা মন্দিরের জন্য তিন কাঠা জমি এক হাজার এক টাকায় প্রদান করা হয়েছে।
প্রেস সচিব বলেন, হিন্দুদের জন্য স্থায়ী উপাসনালয় ও মুসলমানদের জন্য মসজিদের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।
এ সময় সনাতন ধর্মীয় নেতারা জমি প্রদানের এই সিদ্ধান্তকে সম্প্রীতির নিদর্শন উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।
No comments:
Post a Comment