বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, August 27, 2025

হাইকোর্টে ২৫ বিচারক নিয়োগে সংখ্যালঘু প্রতিনিধিত্ব না থাকা দুঃখজনক

হাইকোর্টে ২৫ বিচারক নিয়োগে সংখ্যালঘু প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ

হাইকোর্টে ২৫ বিচারক নিয়োগে সংখ্যালঘু প্রতিনিধিত্ব না থাকায় ক্ষোভ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। তবে তাঁদের মধ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি নিম চন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার, নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মণীন্দ্র কুমার নাথ বলেন, ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন আইনজীবী ও ৭ জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেলেও সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব রাখা হয়নি।

নেতারা দাবি করেন, দেশে মোট জনগোষ্ঠীর প্রায় ১০ শতাংশ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। অথচ নবনিযুক্ত ২৫ জন বিচারকের তালিকায় তাঁদের কাউকে অন্তর্ভুক্ত না করা হতাশাজনক ও বৈষম্যমূলক।

Tags:বাংলাদেশ সুপ্রিম কোর্ট,হাইকোর্ট বিচারক নিয়োগ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,সংখ্যালঘু অধিকার,বাংলাদেশ বিচার ব্যবস্থা,জাতীয় সংবাদ

No comments:

Post a Comment

"
"