বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, September 27, 2025

মানিকগঞ্জে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর


 মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের ভবানীপুর বিশ্বাসপাড়া গ্রামের একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরে গিয়ে দুটি প্রতিমার মাথা ও হাত ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মন্দির কমিটির সভাপতি রঞ্জন বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছান।তিনি বলেন, “মন্দিরটি নির্জন স্থানে হওয়ায় অরক্ষিত ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করেছে। আমাদের এলাকায় হিন্দু-মুসলমান সবাই মিলেমিশে বসবাস করি। সাম্প্রদায়িক কোনো সমস্যা নেই। তবে দুর্গাপূজার আগে এমন ঘটনা ঘটিয়ে কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে।” শিবালয় থানার ওসি মো. কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

No comments:

Post a Comment

"
"