নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারারপার এলাকায় কালীমন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এরফান আলী (১৮) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি সৈয়দপুর উপজেলার পোড়ার হাট আবাসনের মঈন খানের ছেলে। কালীমন্দির কমিটির সভাপতি পঙ্কজ কুমার জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের নারীরা পূজা করতে গিয়ে যুবককে প্রতিমা ভাঙতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় মন্দির কমিটির সেক্রেটারি বিজয় চন্দ্র রায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আহসান হাবীব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে।
Saturday, September 27, 2025
নীলফামারীতে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment