বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, September 26, 2025

স্কুল থেকে ফেরার পথে প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিল হামলাকারীরা


 পিরোজপুর সদর উপজেলায় স্কুল থেকে ফেরার পথে এক প্রধান শিক্ষকের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে গেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝারঝারিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক বিপুল মিত্র (৫০) জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হামলায় তার সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমার (৪৬)ও আহত হয়েছেন। সহকারী শিক্ষক অসীম কুমার জানান, তারা মোটরসাইকেলে পিরোজপুর শহরে ফিরছিলেন। পথে সাত-আটজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে বিপুল মিত্রকে মারধর করে দুই পা ও ডান হাত ভেঙে দেয়। এসময় তাকেও প্রহার করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেন। পরে বিপুল মিত্রকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। অসীম কুমারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার জানান, বিপুল মিত্রকে দুই পা ও ডান হাত ভাঙা অবস্থায় ভর্তি করা হয়েছিল। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এলিজা জামান জানান, মঙ্গলবার বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার কিছুক্ষণ পর তার ওপর হামলার খবর পান তিনি।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"