গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন নামাবাজার এলাকায় দুর্গাপূজার একটি মণ্ডপে প্রতিমা ভাঙচুরের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে একজনকে এবং ভোরে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান।
পুলিশ জানায়, আটক হওয়ার পর কিশোররা স্বীকার করেছে যে প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে প্রতিমা ভাঙচুর করে। এ বিষয়ে ভারপ্রাপ্ত কমিশনার মো. জাহিদুল হাসান বলেন, “ঘটনাটি আমরা নিবিড়ভাবে তদন্ত করেছি এবং দায়ী দুই কিশোরকে আটক করা হয়েছে। যেহেতু তারা অপ্রাপ্তবয়স্ক, তাই বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে গত বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পূজা কমিটির সদস্যরা মণ্ডপে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পূজার আয়োজক অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার জানান, বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে জিএমপির উপ-পুলিশ কমিশনার, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
No comments:
Post a Comment