বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, September 23, 2025

ঝিনাইদহে প্রতিমা ভাঙচুর, মানসিক প্রতিবন্ধী আটক


 ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুর্গা প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ মনজের বিশ্বাস (৫০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে আটক করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মনজের বিশ্বাস ভোরে মন্দিরে প্রবেশ করে একে একে প্রতিমাগুলোর মাথা ভাঙতে থাকেন এবং সেগুলো পানিতে ফেলে দেন। মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত আমাদের লোকজন পাহারায় ছিল। এরপরই মনজের এ ভাঙচুর চালায়। তিনি অসুর, কার্তিক, সরস্বতীসহ ছয়টি প্রতিমার মাথা ভেঙেছেন। সকাল ৯টার দিকে এসে আমরা ঘটনাটি দেখতে পাই।” কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, মনজের কিছুটা মানসিক প্রতিবন্ধী এবং প্রায়ই পূজা মণ্ডপে যাওয়া-আসা করেন। “তিনি আমাদের মন্দিরেও নিয়মিত আসতেন, খাওয়া-দাওয়া করতেন। এখন প্রশ্ন হলো, এ ভাঙচুর তার মানসিক অস্থিরতার ফল কিনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে—তা খতিয়ে দেখা জরুরি।”

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “সিসিটিভি ফুটেজ দেখে আমরা তাকে আটক করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল ইসলাম, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

No comments:

Post a Comment

"
"