বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, November 11, 2025

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মন্দিরের সম্পত্তি দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন


 সিরাজগঞ্জের তাড়াশে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ও গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।

রোববার (৯ নভেম্বর) দুপুরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা দখলচেষ্টার প্রতিবাদ জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও সেবায়েত আশুতোষ সান্যাল বলেন, ‘একসময় জায়গাটি ক তফসিলভুক্ত ছিল। আদালতের মাধ্যমে অবমুক্ত করে সরকারের কাছে ৫৩ বছরের খাজনা পরিশোধের পর এটি মন্দিরের নামে নিবন্ধিত হয়। এখন উষাকোল গ্রামের কিছু ব্যক্তি জোর করে সেই সম্পত্তি দখলের চেষ্টা করছে। বাধা দিলে তারা হুমকি ও চাঁদা দাবি করছে।’

তাড়াশ থানার ওসি জানান, সম্পত্তিটি ঐতিহ্যবাহী মন্দিরের মালিকানাধীন। কেউ দখলের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"