বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, November 15, 2025

সংখ্যালঘু ঐক্যমোর্চার আত্মপ্রকাশ

 

বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায় ও বাংলাদেশ বিনির্মাণে এবং আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে সংখ্যালঘু ঐক্যমোর্চা নামে একটি নতুন জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। 

এক বিজ্ঞপ্তিতে জানা গেছে-শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টারস ফোরাম মিলনায়তনে এক সভার মাধ্যমে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ, পূজা উদযাপন পরিষদ, অবধুত সংঘ বাংলাদেশ, বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সামাজিক সংগঠনসহ মোট ৬৭টি সংগঠন এই নতুন জোটে যোগদান করেন।

সূত্রে আরও জানা গেছে-অনুষ্ঠানে জোটের নেতারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একত্রিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সংখ্যালঘু ঐক্যমোর্চার পক্ষ থেকে ঘোষণা করা হয়, এই জোট আগামী জাতীয় নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষে কাজ করবে।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সংগঠন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর সভাপতি সুকৃতি কুমার মন্ডল, মহাসচিব দিলীপ কুমার দাস এবং সহ-সভাপতি আর কে মন্ডল রবীন উপস্থিত ছিলেন। 

এছাড়াও জোটে অন্তর্ভুক্ত অন্যান্য শরিক সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন জোটের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

No comments:

Post a Comment

"
"