বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, January 10, 2026

সাবেক কাউন্সিলর স্বর্গীয় অমিয় সরকার গোরা'র ১০ম মৃত্যু বার্ষিকী আজ।

 

খুলনা সিটি কর্পোরেশন ৩১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জনহিতৈষী ব্যক্তিত্ব স্বর্গীয় অমিয় সরকার গোরার ১০ম মৃত্যু বার্ষিকী আজ, ২০১৬সালের ১০ই জানুয়ারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। অমিয় সরকার গোরা জীবদ্দশায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি, টুটপাড়া গাছতলা মন্দিরের সভাপতি সহ খুলনা চেম্বার অব কমার্স, শিশু ফাউন্ডেশন, সিটি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ নানা সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্ব পালন করেছেন। অত্যন্ত হৃদয়বান এবং মানবিক ব্যক্তিত্ব ছিলেন, সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন সমাজে। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ। তাঁর মৃত্যু বার্ষিকীতে অমিয় সরকার গোরার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ মিঠু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, বাংলাদেশ যুব ঐক্য  পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী উজ্জ্বল ব্যানার্জি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রী অনিন্দ্য সাহা, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী মিঠুন বিশ্বাস, খুলনা মহানগর যুব ঐক্য  পরিষদের সভাপতি  শ্রী অলক দে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী রবিন দাস সহ নেতৃবৃন্দ।

No comments:

Post a Comment

"
"