নাটোরে কীর্তন অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরে প্রতারণা, তিন নারী আটক
নাটোরের বড়াইগ্রামে প্রতারণার উদ্দেশ্যে শাখা-সিঁদুর পরে কীর্তন অনুষ্ঠানে গিয়ে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন মুসলিম নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহা হরিনাম ও লীলা কীর্তন চলাকালে ঘটনাটি ঘটে। রোববার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আটক নারীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও দুলাল মিয়ার স্ত্রী শামসুন্নাহান বেগম (২৮), কাজল হোসেনের মেয়ে ও আরিছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০) এবং আবু মিয়ার মেয়ে ও হুমায়ুন কবিরের স্ত্রী রোজিনা খাতুন (২৬)।
স্থানীয়রা জানান, দিনাজপুরের বিরামপুর থেকে কীর্তন উপলক্ষে আসা চায়না রানী (৫৫) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে বসেছিলেন। এসময় শাখা-সিঁদুর পরা তিন নারী তাকে ঘিরে বসে। কীর্তনের আবেগঘন পরিবেশে একপর্যায়ে তাদের একজন চায়না রানীকে জড়িয়ে ধরে কৌশলে গলায় থাকা সোনার চেইন খুলে নেয়। বিষয়টি টের পেয়ে তিনি মেয়ে জামাইকে জানান। স্থানীয় ভক্তরা দ্রুত প্রতারকদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নারী পুলিশের সহায়তায় তাদের কাছ থেকে ১ ভরি ওজনের চেইন উদ্ধার হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ওই তিন নারী পরিকল্পিতভাবে শাখা-সিঁদুর পরে অনুষ্ঠানে ঢুকে হিন্দু নারীদের টার্গেট করেছিল। কীর্তনের সময় তারা কান্নাকাটি ও ভক্তদের মতো আচরণ করে টার্গেট নারীদের জড়িয়ে ধরে চেইন ছিনিয়ে নেয়। এরা সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। আরও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।”
No comments:
Post a Comment