বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, August 26, 2025

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

 

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে দোকানে ডাকাতি, ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম

নোয়াখালীর হাতিয়ায় সিঁধ কেটে মুদি দোকানে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ধরা পড়ে যাওয়ায় ব্যবসায়ী বসন্ত কুমার মজুমদারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে ডাকাতরা।

রবিবার (২৪ আগস্ট) রাত তিনটার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর বেজুগালিয়া মজুমদারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী বসন্ত কুমার মজুমদার (৫০) স্থানীয় ক্ষিতিশ চন্দ্র মজুমদারের ছেলে। তিনি বাড়ির পাশে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে ছিলেন বসন্ত কুমার। গভীর রাতে সিঁধ কেটে ডাকাতরা প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। এসময় তার ঘুম ভেঙে গেলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়।

চিকিৎসক রাজিব চন্দ্র মজুমদার জানান, ধারালো অস্ত্রের কোপে তার বাবার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tags:নোয়াখালী সংবাদ,হাতিয়া ডাকাতি, বাংলাদেশ ক্রাইম নিউজ, মুদি দোকানে ডাকাতি, বসন্ত কুমার মজুমদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি,বাংলাদেশ সংবাদ

No comments:

Post a Comment

"
"