বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 23, 2025

গলাচিপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার লুট


পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শ্যামল পোদ্দারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বাড়ির সদস্যদের বরাতে জানা যায়, রাতের খাবারের পর শ্যামল পোদ্দার, তার স্ত্রী শিপ্রা ও মেয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে হঠাৎ শব্দ শুনলেও কিছু না পেয়ে আবার ঘুমিয়ে পড়েন তারা। ভোরে প্রায় চারজনের মুখোশধারী ডাকাত দল বাড়ির পেছনের রান্নাঘরের টিন কেটে ভেতরে ঢোকে। পরে দরজার চৌকাঠ কেটে এবং ছিটকানি ভেঙে ঘরে প্রবেশ করে তারা।এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে শ্যামল ও শিপ্রাকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে নেয়। তাদের দাবি, তিনটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুলসহ প্রায় সাড়ে চার ভরি স্বর্ণ নিয়ে গেছে ডাকাতরা।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়রা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে গলাচিপা এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। এতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন তারা। পুলিশি টহল জোরদার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছেন এলাকাবাসী।

 

No comments:

Post a Comment

"
"