বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, August 30, 2025

নবীনগরে শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরি


 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী দয়াল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে এবং পূজার কাজে ব্যবহৃত ব্যাটারীসহ একাধিক আনুষঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, এই মন্দিরটি বহু বছর ধরে এলাকার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের উপাসনার কেন্দ্রবিন্দু। চুরি হওয়া সামগ্রীগুলোর মধ্যে পূজার আলোকসজ্জা, সাউন্ড সিস্টেমের ব্যাটারী ও অন্যান্য পূজার উপকরণ ছিল।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা মন্দিরের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন

এ বিষয়ে নবীনগর থানার ওসি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"