বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, September 22, 2025

শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা


 স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজায় কোনো ধরনের শঙ্কার সুযোগ নেই।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজার প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “গতবারের তুলনায় এবার সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ়। সারা দেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিটি পূজামণ্ডপে থাকবেন ৭ জন স্বেচ্ছাসেবক ও ৮ জন আনসার সদস্য। এছাড়া পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবার ৮০ হাজার স্বেচ্ছাসেবী মাঠে থাকবে। তিনি আরও বলেন, “পূজামণ্ডপের সামনে দোকান বসতে পারলেও মেলা আয়োজন করা যাবে না। এ বছর পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে কোনো ধরনের অসুবিধা হবে না।” এ সময় উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন মুশিউর রহমান, পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ একতানন্দসহ জেলা ও মহানগর পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে পূজার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

No comments:

Post a Comment

"
"