বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, September 21, 2025

জামালপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তৈরি সাতটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকার একটি মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মণ জানান, রাতের আঁধারে এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করে প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে হাবিবুর রহমান (৩৫)-কে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ভোরে প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। কেন তিনি এই কাজ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানান, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ চলছে এবং শিগগিরই মামলা দায়ের করা হবে। মন্দির কমিটির সভাপতি গয়েশ বর্মণ বলেন, মহালয়ার দিনে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান তারা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় জানিয়েছেন, এ বছর জামালপুর জেলায় ২০৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।


 

No comments:

Post a Comment

"
"