বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Showing posts with label পূজা উদযাপন পরিষদ. Show all posts
Showing posts with label পূজা উদযাপন পরিষদ. Show all posts

Saturday, August 30, 2025

August 30, 2025

নবীনগরে শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরি


 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাছিরাবাদ শ্রী শ্রী বাসন্তীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী দয়াল চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে এবং পূজার কাজে ব্যবহৃত ব্যাটারীসহ একাধিক আনুষঙ্গিক মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, এই মন্দিরটি বহু বছর ধরে এলাকার ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের উপাসনার কেন্দ্রবিন্দু। চুরি হওয়া সামগ্রীগুলোর মধ্যে পূজার আলোকসজ্জা, সাউন্ড সিস্টেমের ব্যাটারী ও অন্যান্য পূজার উপকরণ ছিল।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা মন্দিরের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন

এ বিষয়ে নবীনগর থানার ওসি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Wednesday, August 27, 2025

August 27, 2025

চন্দ্রনাথ মন্দিরে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

চন্দ্রনাথ মন্দিরে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

চন্দ্রনাথ মন্দিরে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির এলাকায় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের কোনো চেষ্টা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন ও সিঁড়ি সংস্কারের কাজ দ্রুতই শুরু হবে।

বুধবার (২৭ আগস্ট) রাজধানীর রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন রেলওয়ে খিলক্ষেত এলাকায় দুটি জামে মসজিদ ও একটি সার্বজনীন দুর্গা মন্দিরের জন্য জমি বরাদ্দ দেয়। দূর্গা মন্দিরের জন্য তিন কাঠা জমি এক হাজার এক টাকায় প্রদান করা হয়েছে।

প্রেস সচিব বলেন, হিন্দুদের জন্য স্থায়ী উপাসনালয় ও মুসলমানদের জন্য মসজিদের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

এ সময় সনাতন ধর্মীয় নেতারা জমি প্রদানের এই সিদ্ধান্তকে সম্প্রীতির নিদর্শন উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে।

Tags:চন্দ্রনাথ মন্দির,ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশ,প্রেস সচিব শফিকুল আলম,চট্টগ্রাম সংবাদ,দুর্গাপূজা ২০২৫,বাংলাদেশ রেলওয়ে

Sunday, August 24, 2025

August 24, 2025

নাটোরে কীর্তন অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরে প্রতারণা, তিন নারী আটক

 

নাটোরে কীর্তন অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরে প্রতারণা, তিন নারী আটক

নাটোরে কীর্তন অনুষ্ঠানে শাখা-সিঁদুর পরে প্রতারণা, তিন নারী আটক

নাটোরের বড়াইগ্রামে প্রতারণার উদ্দেশ্যে শাখা-সিঁদুর পরে কীর্তন অনুষ্ঠানে গিয়ে সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগে তিন মুসলিম নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার লক্ষিকোল বাজারের শ্রী শ্রী কালী মাতার মন্দিরে মহা হরিনাম ও লীলা কীর্তন চলাকালে ঘটনাটি ঘটে। রোববার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটক নারীরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও দুলাল মিয়ার স্ত্রী শামসুন্নাহান বেগম (২৮), কাজল হোসেনের মেয়ে ও আরিছ মিয়ার স্ত্রী লিপি আক্তার (৩০) এবং আবু মিয়ার মেয়ে ও হুমায়ুন কবিরের স্ত্রী রোজিনা খাতুন (২৬)

স্থানীয়রা জানান, দিনাজপুরের বিরামপুর থেকে কীর্তন উপলক্ষে আসা চায়না রানী (৫৫) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানস্থলে বসেছিলেন। এসময় শাখা-সিঁদুর পরা তিন নারী তাকে ঘিরে বসে। কীর্তনের আবেগঘন পরিবেশে একপর্যায়ে তাদের একজন চায়না রানীকে জড়িয়ে ধরে কৌশলে গলায় থাকা সোনার চেইন খুলে নেয়। বিষয়টি টের পেয়ে তিনি মেয়ে জামাইকে জানান। স্থানীয় ভক্তরা দ্রুত প্রতারকদের আটক করে পুলিশে সোপর্দ করে। পরে নারী পুলিশের সহায়তায় তাদের কাছ থেকে ১ ভরি ওজনের চেইন উদ্ধার হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, “ওই তিন নারী পরিকল্পিতভাবে শাখা-সিঁদুর পরে অনুষ্ঠানে ঢুকে হিন্দু নারীদের টার্গেট করেছিল। কীর্তনের সময় তারা কান্নাকাটি ও ভক্তদের মতো আচরণ করে টার্গেট নারীদের জড়িয়ে ধরে চেইন ছিনিয়ে নেয়। এরা সংঘবদ্ধ আন্তঃজেলা প্রতারক চক্রের সদস্য। আরও কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করা হচ্ছে।”

Tags:নাটোর সংবাদ, বড়াইগ্রাম, প্রতারণা, কীর্তন অনুষ্ঠান, হিন্দু সম্প্রদায়, শাখা সিঁদুর, সোনার চেইন ছিনতাই, বাংলাদেশ সংবাদ

Saturday, August 23, 2025

August 23, 2025

আখাউড়ায় লোকনাথ সেবাশ্রম মহাশ্মশান দখলচেষ্টা, হিন্দু সম্প্রদায়ের প্রতিবাদ

 


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান দখলচেষ্টার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়। এ ঘটনায় এক সরকারি কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন তারা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে শ্রী শ্রী রাধামাধব আখড়ায় আয়োজিত এক সভায় শনিবার থেকে আখাউড়ার ২৫টি মন্দিরে কালো পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। দুর্গাপূজা পর্যন্ত এ কর্মসূচি চলবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলচেষ্টাকারীরা যদি সরে না দাঁড়ায় তবে আলোচনা সাপেক্ষে পূজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাশ্মশানের জমি নিয়ে বিরোধ চলছে। রাধানগর কলেজপাড়ার আনিসুর রহমান ভূইয়ার আবেদনের প্রেক্ষিতে ২০১৪ সালের এক রিট পিটিশনের আলোকে সম্প্রতি উপজেলা ভূমি অফিস খাস জমি ও ব্যক্তি মালিকানা জমি চিহ্নিতকরণের কাজ শুরু করে। বুধবার দুপুরে শ্মশানের ভেতরে পরিমাপ শেষে লাল পতাকা টানানো হলে স্থানীয়রা আপত্তি জানান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এটি সরকারের খাস খতিয়ানভুক্ত জমি, সরকার শুধু নিজেদের জমি চিহ্নিত করছে। তবে পরিমাপ শেষ হওয়ার পর আনিসুর রহমানের অনুসারীরা দাবি করেন, খাস খতিয়ানের পরের অংশ তাদের মালিকানাধীন। এ দাবি ঘিরেই প্রভাবশালী একটি চক্র দখলচেষ্টা শুরু করে। সন্ধ্যায় শ্মশানের ভেতরে ঘর নির্মাণের জন্য টিন ও বাঁশ আনা হলে পুলিশ বাধা দেয়।
প্রতিবাদ সভায় হিন্দু সম্প্রদায়ের নেতারা অভিযোগ করেন, আদালতের আদেশকে ভুলভাবে ব্যাখ্যা করে জায়গা দখলের পথ সুগম করা হচ্ছে। তারা প্রশাসনের প্রতি দ্রুত লাল নিশান সরিয়ে নেওয়া এবং আদালতের প্রকৃত আদেশ বাস্তবায়নের দাবি জানান।
সেবাশ্রমের পুজারি আশীষ ব্রহ্মচারি অভিযোগ করে বলেন, “২০১৪ সালের রিট পিটিশনে শ্মশাণকে পক্ষ না করেই মিথ্যা তথ্যের ভিত্তিতে জায়গা মাপার আদেশ আনা হয়েছিল। সেটি বাতিল হলেও নতুন করে কীভাবে প্রশাসন আদেশ পেল তা রহস্যজনক। একজন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে দখলকারীদের পক্ষ নিয়েছেন।”
শ্মশাণ কমিটির সভাপতি হিরালাল সাহা জানান, মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় খাস জমি চিহ্নিতকরণের আড়ালে একপক্ষকে সুবিধা দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের কাছে থাকা দলিল ও নথিপত্র আদালতে উপস্থাপন করা হবে। প্রয়োজনে আইনের মাধ্যমে দখলচেষ্টার মোকাবিলা করা হবে।”
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, “রিট পিটিশনের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশ অনুযায়ী খাস জমি চিহ্নিত করা হয়েছে। শ্মশানের ভেতরে কিছু খাস জমি রয়েছে। চাইলে শ্মশাণ কর্তৃপক্ষ আবেদন করতে পারে। তবে কাউকে কোনো জমি বুঝিয়ে দেওয়া হয়নি, আমরা কেবল আদালতের নির্দেশ পালন করেছি।”

Saturday, August 16, 2025

August 16, 2025

মহানগর পূজা পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব মহাসমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অদ্য ১৬ আগস্ট শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর ধর্মসভাস্থ গোলকমনি শিশু পার্কে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায়  আলোচনা সভা ও মহাধুমধামে উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ধর্ম ও সংস্কৃতি চর্চার মাঝে একটি সম্প্রদায়ের লালিত ঐতিহ্য আরও বিকশিত হয়। দেশের প্রতিটি সম্প্রদায় তার ধর্ম ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তথাকথিত বিভেদ ও বৈষম্য দূর করে। ধর্ম মানুষকে সংযম, শুদ্ধাচার ও মানবতা শিক্ষা দেয়। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, তারা নিজ ধর্মের প্রতি অনুরাগী এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস্টেট অব শ্রীশ্রী সত্যানারায়ণ মন্দিরের নির্বাহী ট্রাস্টি গোপী কিষন মুন্ধড়া, মহানগর পূজা পরিষদের উপদেষ্টা অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, গল্লামারী রাধা-মাধব মন্দিরের অধ্যক্ষ (ইসকন) খুলনার সভাপতি গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী, বাংলাদেশ জুয়েলারী সমিতির খুলনার সভাপতি সমরেশ সাহা, শ্যামা ফাউন্ডেশন খুলনার চেয়ারম্যান শ্যামা প্রসাদ কর্মকার, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত, মহানগর পূজা পরিষদের সিনিয়র সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি প্রকৌঃ পরিমল দাস, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মোহাম্মদ সানওয়ার মাসুম। বর্ণার্ঢ্য শোভাযাত্রায় ঢাক, ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন প্লাকার্ডসহ নগর সংর্কর্তন করতে করতে অংশ গ্রহণ করেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ খুলনার পক্ষে সভাপতি দেবেন্দ্র নাথ সাহা, র্তীর্থালোক সংঘ খুলনার পক্ষে সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্তী, সনাতনধর্মী আইনজীবী কল্যান পরিষদ এর সভাপতি স্বপন কুমার বিশ্বাস, ছোট বয়রা সার্বজনীন পূজাখোলা মন্দিরের সভাপতি ডাঃ পরিতোষ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাড. সমির কুমার ঘোষ, বড় বয়রা সার্বজনীন সনাতন ধর্মসভা মন্দিরের সাধারণ সম্পাদক সঞ্জয় নন্দী টুটুল, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতি পরিষদ খুলনা বিভাগের সভাপতি অশোক কুমার সেন, রূপসা মহাশশ্মান ও শশ্মান কালী মন্দিরের কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, যুব ঐক্য পরিষদ খুলনা মহাগরের সভাপতি অলোক কুমার দে, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির পক্ষে সভাপতি নিখিল কুমার বিশ্বাস, মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক মিলন সাহা, সাইথ সেন্ট্রাল রোড রাধা-মাধব মন্দিরের সভাপতি শান্ত বৈকুণ্ঠ দাস, বাংলাদেশ ব্রাহ্মন সংসদ খুলনা মহাহগরের সেক্রেটারী সুরেশ চক্রবর্তী, হরিজন ঐক্য পরিষদ খুলনা জেলা সভাপতি রাজ কুমার হেলা, মহানগর সাধারণ সম্পাদক সুশীল দাস, সনাতন দ্বীপশিখা খুলনার সভাপতি প্রকৌঃ অধৈন্দু শেখর দেবনাথ, শ্রীগুরু সংঘ খুলনার পক্ষে দীপংকর সাধু, আনন্দময়ী সেবা সংঘ খুলনার সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, বাগমারা সনাতন ধর্মাবলম্বী এলাকাবাসীর পক্ষে নীলকান্ত দত্ত,এ্যাড. কমলেশ সানা, বাগমারা তেতুল তলা মন্দিরের পক্ষে বিপ্লব সাহা, শ্রীশ্রী কয়লাঘাট কালীবাড়ি মন্দির কমিটি, কামারখালী দিঘলিয়া মতুয়া সম্প্রদায়ের পক্ষে শুনিল বিশ্বাস, খুলনা সদর থানা পূজা পরিষদের পক্ষে সভাপতি বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, সোনাডাঙ্গা খানা পূজা পরিষদের পক্ষে সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, আড়ংঘাটা থানার আহবায়ক আশীষ কবিরাজ, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সম্পাদকমন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, তাপস সাহা, ভবেশ সাহা, মহাদেব সাহা, এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, এ্যাড. বীরেন্দ্রনাথ সাহা, এ্যাড. উল্লাস কর বৈরাগী, সাংবাদিক বিমল সাহা, সাংবাদিক প্রবীর বিশ্বাস, তরুণ রায় শিবু, গৌরাঙ্গ সাহা, বাবলু বিশ্বাস, বাবু শীল, রূপন দে, সনজীব দাস, দেবদাস মন্ডল, সুজিত মজুমদার, অলোক দে, রবীন দাস, ভোলানাথ দত্ত, গৌতম কুন্ডু, অঞ্জন কুমার দে, বাসুদেব কর্মকার, অভিজিৎ দাস লবি, দীপক কুমার দত্ত, শংকর কুমার পোদ্দার, সুশান্ত ব্যানার্জী, শক্তিপদ দাস শর্মা, দিলীপ পাল, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, পলাশ কুমার সাহা, বৈষ্ণব বলরাম দাস, সাধন ঘোষ, অম্লান সরদার, মিন্টু সাহা, সঞ্জয় সরকার, দেবাশীষ দাস, সুকুমার সাহা, অসিত বিশ্বাস, অনীল মজুমদার, গোবিন্দ কুন্ডু, কিংকর কুমার সাহা, প্রদীপ সাহা মদন, পরিতোষ হালদার, অশোক কুমার দাস, নারায়ন দাস, উজ্জ্বল রায়, মানিক শীল, রাজ কুমার শীল, শুভাগত দত্ত, দিব্য সাহা, দীপু চন্দ্র সমাদ্দার প্রমুখ।
বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংর্কীত্তন শঙ্খধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি, ডিসপ্লে সহকারে মহাসমারোহে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলকমনি শিশুপার্কে এসে শেষ হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। রাত ৮.০০ ঘটিকায় স্যার ইকবাল রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা ও রাত ০৯.০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সার্বিকভাবে সফল করায় ভক্তবৃন্দ, জেলা প্রশাসন, কেসিসি, কেএমপি, সেনাবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ সকলকে সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ড কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।




 

August 16, 2025

মহানগর পূজা পরিষদের আয়োজনে গোলকমনি শিশু পার্কে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব মহাসমারোহে বর্ণাঢ্য শোভাযাত্রা আজ

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ১৬ আগস্ট শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর ধর্মসভাস্থ
গোলকমনি শিশু পার্ক এ আলোচনা সভা ও মহাধুমধামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য
শোভাযাত্রা ও নগর সংর্কীত্তন বিভিন্ন ধর্মীয় সংগঠন, থানা কমিটি, মন্দির কমিটি উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্র, ব্যানার,
ফেস্টুন, প্লাকার্ড, শঙ্খধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি, ডিসপ্লে সহকারে মহাসমারোহে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে পুনরায় গোলকমনি শিশুপার্কে এসে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮.০০ ঘটিকায় স্যার ইকবাল
রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা ও রাত ৯.০১ মিনিটে
শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ)
মোঃ আবু তারেক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।
প্রস্ততি সভায় জন্মাষ্টমী সফল করার লক্ষে ৬টি উপ কমিটি গঠন করা হয়। যথাক্রমে- বিশ্বজিৎ দে মিঠুকে আহবায়ক
করে শোভাযাত্রা কমিটি, উজ্জ্বল ব্যানার্জীকে আহবায়ক করে সাজসজ্জা কমিটি, রতন কুমার নাথকে আহবায়ক করে মঞ্চ কমিটি,
শঙ্কর পোদ্দারকে আহবায়ক করে প্রসাদ প্রস্তুত ও বিতরণ কমিটি, সাংবাদিক বিমল সাহাকে আহবায়ক করে প্রচার ও গণসংযোগ
কমিটি, বাবলু বিশ্বাসকে আহবায়ক করে শোভাযাত্রা প্রতিযোগীতা বিচারক কমিটি গঠন এবং চুড়ান্ত প্রস্তুতি সভা ও অগ্রগতি
পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুজা পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষন মুন্ধড়া, সাধারণ
সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল কুমার ব্যানার্জী, রতন
কুমার নাথ, শংকর কুমার পোদ্দার, বাবলু কুমার বিশ্বাস, বিমল কুমার সাহা, অলোক কুমার দে, রবীন কুমার দাস, গৌরাঙ্গ সাহা, সাধন
কুমার ঘোষ, দীপক কুমার দত্ত, ভোলানাথ দত্ত, ভবেশ চন্দ্র সাহা, রূপন দে, বাবু শীল, মানিক শীল, রাজ কুমার শীল, বোধন চন্দ্র
বিশ্বাস, বিপু চন্দ্র সমাদ্দার প্রমুখ।
চুড়ান্ত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ থানা পূজা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটির সাথে সমন্বয় সভা করে
আশ্বস্থ করেছেন বিগত বছরগুলোর তুলনায় এবছর আরও ব্যাপক ভক্ত সমাগম ও সাজসজ্জাসহ বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের যথাসময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা উদযাপন
পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু আহবান জানান।


 

Friday, August 15, 2025

August 15, 2025

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব মহানগর পূজা পরিষদের আয়োজনে মহাধুমধামে বর্ণাঢ্য শোভাযাত্রা আগামীকাল শনিবার বিকাল ৩.৩০ টায়


পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে ১৬ আগস্ট শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় নগরীর ধর্মসভাস্থ গোলকমনি শিশু পার্ক এ আলোচনা সভা ও মহাধুমধামে উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংর্কীত্তন বিভিন্ন ধর্মীয় সংগঠন, থানা কমিটি, মন্দির কমিটি উৎসবমুখর পরিবেশে বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শঙ্খধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি, ডিসপ্লে সহকারে মহাসমারোহে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলকমনি শিশুপার্কে এসে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮.০০ ঘটিকায় স্যার ইকবাল রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা ও রাত ১২.০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আবু তারেক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।
প্রস্ততি সভায় জন্মাষ্টমী সফল করার লক্ষে ৬টি উপ কমিটি গঠন করা হয়। যথাক্রমে- বিশ্বজিৎ দে মিঠুকে আহবায়ক করে শোভাযাত্রা কমিটি, উজ্জ্বল ব্যানার্জীকে আহবায়ক করে সাজসজ্জা কমিটি, রতন কুমার নাথকে  আহবায়ক করে মঞ্চ কমিটি, শঙ্কর পোদ্দারকে আহবায়ক করে প্রসাদ প্রস্তুত ও বিতরণ কমিটি, সাংবাদিক বিমল সাহাকে আহবায়ক করে প্রচার ও গণসংযোগ কমিটি, বাবলু বিশ্বাসকে আহবায়ক করে শোভাযাত্রা প্রতিযোগীতা বিচারক কমিটি গঠন ও আলাদা আলাদা প্রস্তুতি সভা এবং অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় দায়িত্বপ্রাপ্ত কমিটি অবগত করান যে, বিভিন্ন থানা কমিটি ও বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটির সাথে সমন্বয় করে বিগত বছরগুলোর তুলনায় এবছর আরও ব্যাপক ভক্ত সমাগম ও সাজসজ্জাসহ বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান। উক্ত অনুষ্ঠানমালায় সনাতন ধর্মাবলম্বী সকল ভক্তদের যথাসময়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু আহবান জানান।
"
"