বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, August 1, 2025

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহানগনর পূজা পরিষদের বিশেষ বর্ধিত সভা

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে অদ্য ০১/০৮/২০২৫ শুক্রবার জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গনে সকাল ১১.০০ ঘটিকায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় জন্মাষ্টমী উপলক্ষে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, বিভিন্ন থানা কমিটি, মন্দির কমিটি ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত ব্যাক্ত করেন। সভায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আগামী ১৬ আগস্ট শনিবার বিকাল ৩.৩০ ঘটিকায় উৎসবমুখর পরিবেশে নগরীর ধর্মসভাস্থ গোলকমনি শিশু পার্ক এ আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হবে।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর সংর্কীত্তন করে বাদ্যযন্ত্র, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শঙ্খধ্বনি ও উলুধ্বনি, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি, ডিসপ্লে সহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলকমনি শিশুপার্কে এসে শেষ হবে এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮.০০ ঘটিকায় স্যার ইকবাল রোডস্থ আদি কালীবাড়ীপাড়া সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর কল্যাণে সমবেত প্রার্থনা ও রাত ১২.০১ মিনিটে শ্রীশ্রীকৃষ্ণ পূজা অনুষ্ঠিত হবে। 
সভায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আবু তারেক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সভায় জন্মাষ্টমী সফল করার লক্ষে ৫টি উপ কমিটি গঠন করা হয়। যথাক্রমে- বিশ্বজিৎ দে মিঠুকে আহবায়ক করে শোভাযাত্রা কমিটি, উজ্জ্বল ব্যানার্জীকে আহবায়ক করে সাজসজ্জা কমিটি, রতন কুমার নাথকে  আহবায়ক করে মঞ্চ কমিটি, শঙ্কর পোদ্দারকে আহবায়ক করে প্রসাদ প্রস্তুত ও বিতরণ কমিটি, সাংবাদিক বিমল সাহাকে আহবায়ক করে শোভাযাত্রা প্রতিযোগীতা বিচারক কমিটি গঠন করা হয়।  সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা গোপী কিষণ মুন্ধড়া, উপদেষ্টা অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র, মহানগর পূজা পরিষদের সহসভাপতি অরবিন্দু সাহা, সমরেশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যনার্জী, বাবলু বিশ্বাস, এ্যাডঃ বিজন কৃষ্ণ মন্ডল, সাংবাদিক বিমল সাহা, তরুন রায় শিবু, শঙ্কর পোদ্দার, দেবদাস মন্ডল দেবু, সঞ্জীব দাস, ভবেশ সাহা, গৌরাঙ্গ সাহা, অলোক দে, রবীন দাস, অলোক কুমার কুন্ডু, চৈতন্য চিন্ময় দাস, বৈষ্ণব বলরাম দাস, এ্যাডঃ কমলেশ সানা, নিখিল কুমার বিশ্বাস, নির্মলেন্দু মন্ডল, নীলকান্ত দত্ত, কিংশুক রায়, রাজ কুমার হেলা, তাপস সাহা, মিতা বাগচী, বাবু শীল, কালীপদ কুন্ডু, বিমল কৃষ্ণ কুন্ডু, শক্তিপদ দাস শর্মা, মেধস কুমার ব্যানার্জী, অশোক সেন, দিলীপ পাল, অধ্যাপক ডাঃ পরিতোষ কুমার চৌধুরী, অনিল কৃষ্ণ মজুমদার, অভিজিৎ দাস লবি, দীপক দত্ত, পরিতোষ হালদার, সমীর রঞ্জন দাস, কালীপদ মল্লিক, রূপম দে, পঙ্কজ দত্ত, সুশীল দাস, সুব্রত সরকার, বাসুদেব কর্মকার, সাধন ঘোষ, বাপ্পী সরকার, অম্লান সরদার, মিন্টু সাহা, ভোলানাথ দত্ত, কমলেশ সাহা, অশোক ঘোষ, দুলাল সরকার, নারায়ন দাস, পরিমল দাস, নুপুর দাস, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু  সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক শুভাষ দত্ত, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশীষ কবিরাজ, বিভিন্ন মন্দির ও থানা কমিটির নেতৃবৃন্দ সঞ্জিব বনিক, মিলন সাহা, ডাঃ কাঞ্চিলাল গোলদার, স্বপন চক্রবর্তী, উজ্জ্বল রায়, মানিক শীল, অসীম পাল, ভাস্কর দেব সাহা, শুভাগত দত্ত, সজল কুমার দাস, গোবিন্দ পাল, লিটন চক্রবর্তী,  বিশ্বজিত দাস, গোবিন্দু কুন্ডু, শুভ শর্মা, মুকুল রায়, গৌরাঙ্গ দে, সীমান্ত সাহা, রাজু শীল, শঙ্কর ঘোষ, দীপ্ত বিশ্বাস, সাগর কুন্ডু, শুভ দে, সমর আইচ, সঞ্জিব বনিক, বিশ্বনাথ পাল, দীপক দেবনাথ, অশোক সাহা, প্রশান্ত গাইন, মনোরঞ্জন দাস, হরিপ্রসাদ আইচ, খোকন দাস, সুমন বিশ্বাস, বিপ্লব দে, উজ্জ্বল সরকার, অলোক দে প্রমুখ। 


No comments:

Post a Comment

"
"