খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্কুলের স্টাফসহ যারা মৃতুবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভা অদ্য ২২ জুলাই মঙ্গলবার বিকাল ৫.০০ টায় শ্রী শ্রী কালীবাড়ি কয়লাঘাট মন্দিরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার নাথ এর সঞ্চালনায় প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন- মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সম্পাদক মন্ডলীর সদস্য উজ্জ্বল ব্যনার্জী, সাংবাদিক বিমল সাহা, তরুন রায় শিবু, শঙ্কর পোদ্দার, দেবদাস মন্ডল দেবু, অলোক দে, রবীন দাস, নারায়ন দাস, নুপুর দাস, সোনাডাঙ্গা থানা পূজা পরিষদের সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, সদর থানা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, উজ্জ্বল রায়, মানিক শীল, শুভাগত দত্ত, কয়লাঘাট কালী মন্দির কমিটির সভাপতি অভিজিৎ দাস লবি, সাধারণ সম্পাদক দীপক দত্ত, মন্দিরের পুরোহিত শ্রীমন্ত চক্রবর্তী, পরিতোষ সরকার, মনোজ দাস পল্টু, তপু রায় বান্টু, অসীম দাস, মিলন দাস, হরিজন ঐক্য পরিষদের জেলা সভাপতি রাজ কুমার হেলা, মহানগর সম্পাদক সুশীল দাস, সজল দাস, প্রদীপ দাস, জয়ন্ত দাস, শাওন রাহুত, আকাশ বাষ্প, মিলন রাহুত, রাধামাধব মন্দিরের বলরাম দাস, সুমন দাস, পিয়াল দাস, রূপসা মহাশ্মশান কালীমন্দির কমিটির দুলাল সরকার, দিলীপ দেবনাথ, রবীন সরকার, ব্রাক্ষ্মন সংসদের মহানগর সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্তী, শিক্ষার্থীদের মধ্যে অমিত সাহানী, সীমান্ত সাহা, শুভ দে, সাগর কুন্ডু, পিয়াস রায়, শিপন কর্মকার, মনিশ রায়, শুভ মন্ডল, দিব্য সাহা, শ্রাবণী দে, স্নিগ্ধা দত্ত, প্রত্যয় দে, পরশ দে, সৌরভ কংশ বণিক, দ্বিপ কুমার দাস, দিপ্ত রায়, নিলয় দাস, শুভ শর্মা, কার্তিক রায়, তপু দাশ, নিমো দাস, অপূর্ব বাগল, শুভ দে, অমিত সাহানী, সুমিত সাহা, মিঠুন সাহা, দিব্য সাহা প্রমুখ।
Tuesday, July 22, 2025
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্কুলের স্টাফসহ যারা মৃতুবরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা সভা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment